শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৭:২৭ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লোক দেখানোর জন্য নির্বাচন নামক শিরোনাম ব্যবহার করে সরকার’

কিরণ সেখ: সরকার লোক দেখানোর জন্য মা‌ঝে-মা‌ঝে নির্বাচন নামক শিরোনাম ব্যবহার করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে বেলা সা‌ড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী ব‌লেন, শেখ হাসিনার আমলে গণতন্ত্রের কোনো স্পেস নেই। এই স্বৈরাচারী সরকার লোক দেখানোর জন্য মা‌ঝে মা‌ঝে নির্বাচন নামক শিরোনাম ব্যবহার করে।

ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশন উপ‌ নির্বাচন আ‌দৌ হ‌বে কী না জনম‌নে শঙ্কা স‌ন্দেহ র‌য়ে‌ছে জেনেও বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়ে রিজভী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন মানে ভোটারদের ভোটের অধিকার হরণ করা। তারপরও সং‌কো‌চিত গণতন্ত্র‌কে সম্প্রসারণ কর‌তে আমরা যতটুকু সু‌যোগ পা‌চ্ছি আ‌ন্দোল‌নের অংশ হি‌সে‌বে স্থানীয় পর্যা‌য়ের সকল নির্বাচ‌নে অংশ নি‌চ্ছি।

জনগনের ভোটারাধিকার নিশ্চিত কর‌তে ঢাকা উত্তর সিটি কর‌পো‌রেশন উপ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর‌পোরেশন নির্বাচন আমরা দেখেছি। যেখা‌নে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যেমনভা‌বে ২০১৪ সা‌লে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দানবীয় কায়দায় ভোটাধিকার হরণ করা হয়েছিল। আজও যা দু:স্বপ্ন হয়ে আছে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়