তিনি আরও বলেন, এখানে জনগণের অর্থ ব্যয় করার ব্যাপার আছে। যারা সরকার থেকে বেতন-ভাতা পাবেন তাদের অবশ্যই যোগ্যতা অর্জনের পূর্বশর্ত পূরণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ঠিক থাকতে হবে, শিক্ষার গুণগত মান থাকতে হবে, মানসম্পন্ন শিক্ষক থাকতে হবে। এ ধরনের পূর্বশর্ত পূরণ করলে, তবেই জাতীয়করণ করা যায়। সমস্যা হলো, সরকারের এ ধরনের কোনো নীতিমালা নেই। ফলে এই ধরনের দাবি নিয়ে আন্দোলন হয়।
তিনি বলেন, এর আগেও যে এমপিওভুক্তকরণ নিয়ে আন্দোলন ও অনশন হয়েছে, এটাও শুধুমাত্র এই নীতিমালার অভাবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, জাতীয়করণ এবং এমপিওভুক্তকরণের জন্য সরকারের সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত ।
সম্পাদনা : খন্দকার আলমগীর হোসাইন