শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৩:০২ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার থেকে স্বাভাবিক হতে পারে তাপমাত্রা

রবিন আকরাম: সারা দেশে চলছে শৈত্য প্রবাহ। ইতোমধ্যে, সর্বনিম্ন তাপমাত্রায় (দুই দশমিক ছয় ডিগ্রী সেলসিয়াস) অতীতের সকল রেকর্ড ভেঙ্গে গেছে। তবে চলতি সপ্তাহের বুধবারের পর স্বাভাবিক হতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৭ জানুয়ারি বুধবারের পর থেকে স্বাভাবিক হতে পারে দেশের তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে দেশের কয়েকটি স্থান ব্যতীত আর কোথাও শৈত্য প্রবাহ থাকবে না। সে হিসেবে আগামী বৃহস্পতিবার থেকে শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে পারে দেশবাসী।

কুয়াশার সাথে উত্তরীয় ঠান্ডা বাতাসই গত দুই সপ্তাহ যাবত প্রবল শীতের কারণ বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রবিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার তাপমাত্রার হিসেব অনুযায়ী, ৮-১০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি শৈত্য প্রবাহ আর ৬ ডিগ্রির নিচের তাপমাত্রাকে তীব্র শৈত্য প্রবাহ বলা হয়। সুত্র: একুশে টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়