শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৫ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের শান্তি পরিকল্পনা ‘শতাব্দির সেরা থাপ্পড়’: মাহমুদ আব্বাস

ওমর শাহ: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাকে ‘শতাব্দির সেরা থাপ্পড়’ বলে অভিহিত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তিনি রোববার ফিলিস্তিনি কর্মকর্তাদের এক বৈঠকে এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি ‘চ‚ড়ান্ত সমঝোতা’য় পৌঁছার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তার প্রতি ইঙ্গিত করে মাহমুদ আব্বাস বলেন, ‘শতাব্দির সেরা ওই চুক্তি হচ্ছে শতাব্দির সেরা থাপ্পড় এবং আমরা এটি মেনে নেব না।’

মাহমুদ আব্বাস বলেন, ‘আমরা ট্রাম্পকে বলে দিয়েছি, আমরা আপনার প্রকল্প মেনে নেব না।’ তিনি ১৯৯০ এর দশকে স্বাক্ষরিত ‘অসলো চুক্তি’ ধ্বংস করার জন্য ইসরায়েলকে দায়ী করেন। ‘অসলো চুক্তি’র মাধ্যমে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কথিত শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল।

১৯৯৩ সালে স্বাক্ষরিত অসলো চুক্তিতে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের সমাধান এবং ফিলিস্তিনিদের স্বশাসনের অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছিল। ওই চুক্তির পর ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ গঠিত হয় যার প্রেসিডেন্ট ছিলেন পিএলও’র তৎকালীন প্রধান ইয়াসির আরাফাত।
২০০৪ সালে তার রহস্যজনক মৃত্যুর পর মাহমুদ আব্বাস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ইসরায়েল অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের ওপর ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের সীমিত নিয়ন্ত্রণ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতমাসে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে বলে ঘোষণা করেন। ট্রাম্প হুমকি দিয়েছেন, তার এই ঘোষণা মেনে না নিলে ফিলিস্তিন সরকারকে সহায়তা বন্ধ করে দেয়া হবে। সূত্র: মিডল ইস্ট মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়