শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ১২:০১ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সার নাটকীয় জয়

 স্পোর্টস ডেস্ক: দুই গোলে পিছিয়ে রিয়াল সোসিয়েদাদের মাঠে ব্যর্থ হওয়ার শঙ্কায় পড়ে বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে এরনেস্তো ভালভেরদের দল।

রিয়াল সোসিয়েদাদের মাঠে লা লিগার ম্যাচটি ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনিয়ো। এরপর জোড়া গোলে দলকে এগিয়ে নিয়ে যান লুইস সুয়ারেস। আর শেষদিকে দলের চতুর্থ গোলটি করেন লিওনেল মেসি।

লিগে সোসিয়েদাদের মাঠে গত সাত ম্যাচের পাঁচটিতে হেরেছিল বার্সেলোনা, বাকি দুটি ড্র।

সোসিয়েদাদের মাঠে গত ১০ বছরে বারবার ব্যর্থ হওয়া বার্সেলোনা রোববার রাতে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে। ডান দিক থেকে চাবি প্রিয়েতোর দারুণ ক্রসে ঝুঁকে নেওয়া হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসে।

এরপর ম্যাচের ২৮তম মিনিটে আবারও জালে বল পাঠিয়েছিলেন জোসে। কিন্তু তার শট নেওয়ার ঠিক আগে ইভান রাকিতিচ আরেক জনের পায়ে লেগে পড়ে গেলে বিতর্কিত ফ্রি-কিক দেন রেফারি। তিন মিনিট পর স্প্যানিশ মিডফিল্ডার সের্হিও কানালেসের নিচু শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান বার্সার গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

তবে ৩৪তম মিনিটে আর দলকে দ্বিতীয় গোল খাওয়া থেকে বাঁচাতে পারেননি জার্মান গোলরক্ষক। ডি-বক্সে ডান দিক থেকে স্প্যানিশ ফরোয়ার্ড হুয়ানমির শট সের্হিও রবের্তোর পায়ে লেগে পোস্ট ঘেঁষে জালে জড়ায়।

এর পাঁচ মিনিট পরই ব্যবধান কমান পাওলিনিয়ো। বাঁ দিক থেকে সুয়ারেসের পাস ছয় গজ বক্সে পেয়ে জালে ঠেলে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। বার্সেলোনার জার্সিতে এটা তার অষ্টম গোল।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই দলকে সমতায় ফেরান সুয়ারেস। মেসির পাস পেয়ে ডি-বক্সের মধ্যে বাঁ-দিক থেকে দারুণ বাঁকানো শটে দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। সোসিয়েদাদের মাঠে এটাই উরুগুইয়ান স্ট্রাইকারের প্রথম গোল।

৭১তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগে আরেকটি গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেস। গোলরক্ষক জেরোনিমো রুলির দুর্বল শট মাঝমাঠের কাছে পেয়ে জোরালো হেডে সামনে বাড়ান ভারমালেন। আর তা ডি-বক্সে ধরে এবারের লিগে নিজের ১৩তম গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার।

আর ৮৫তম মিনিটে চমৎকার এক ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন মেসি। এবারের লিগে এই নিয়ে সর্বোচ্চ ১৭ গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

১৯ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১! ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৪০।

৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে ১৯ ম্যাচ খেলা ভিয়ারিয়াল। সূত্র: বিডিনিউজ ২৪, ডেইলি মিরর, দ্য গার্ডিয়ান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়