শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৯ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাখালপাড়ায় নিহত জঙ্গিদের একজন বরিশালের মেজবাহ : র‌্যাব

নুরুল আমিন হাসান : রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় নিহত তিন জনের মধ্যে একজন বরিশালের মেজবাহ উদ্দীন বলে দাবি করেছে র‌্যাবের। সে কুমিল্লার মনোহরগঞ্জের এনামুল হক ও তাহমিনা আক্তার ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সদরদপ্তরের গণমাধ্যম থেকে রোববার এসব কথা জানানো হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ইমরানুল হাসান বলেন, মেজবাহ উদ্দীনের স্ত্রী, ভাই, বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা থেকে ঢাকায় আনা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে ছয়তলা ওই বাড়ির পঞ্চম তলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান চালায় র‌্যাব। এতে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্য নিহত হয়।

অভিযান শেষে পরদিন শুক্রবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জঙ্গি আস্তানায় তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। পরবর্তীতে নিহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়।

অপরদিকে শুক্রবার সকালে জঙ্গি আস্তানাটি পরিদর্শন শেষে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, নিহত তিন যুবকের একজনের নাম জাহিদ অথবা সজীব হতে পারে। ওই যুবকের দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। একটিতে তার নাম জাহিদ ও আরেকটিতে সজীব বলে উল্লেখ রয়েছে।

তিনি আরো জানান, নিহত তিন যুবকের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তারা চলতি মাসের ৪ তারিখ বাড়িটি ভাড়া নেয়।

তিনি বলেন, ‘ ওই জঙ্গিরা অভিযান চলাকালে তারা গ্যাসের চুলায় গ্রেনেড রেখে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছেন। ওই জঙ্গি আস্তানার ভেতর থেকে প্রচুর পরিমাণ পাওয়ার জেল, সুইসাইডাল ভেস্ট ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে।’

এ ঘটনায় শনিবার রাতে রাজধানীর তেজগাঁও থানায় র‌্যাব বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, উক্ত জঙ্গি আস্তানাটি পশ্চিম নাখালপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১০০ গজ মতো দূরে। ভবনের নাম ‘রুবি ভিলা’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়