শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৫:২২ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষেপনাস্ত্র হামলার ভুল সতর্কতায় হাওয়াই জুড়ে আতঙ্ক, বিশ্বজুড়ে সমালোচনা

মরিয়ম চম্পা: ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র হামলার ভুল সতর্কতায় যুক্তরাষ্ট্রের পুরো হাওয়াই জুড়ে আতঙ্ক তৈরি হওয়ার পরপরই বিশ্বজুড়ে সমালোচনা প্রকাশ করে বিভিন্ন মহল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালে হাওয়াইয়ে হঠাৎ করে মোবাইল ফোন ব্যবহারকারীরা একটি ক্ষুদে বার্তা পান। বার্তায় লেখা ছিল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মুখে হাওয়াই। এখনই নিরাপদ আশ্রয়ে চলে যান। এটি কোনো অনুশীলন নয়। ভুল এই সতর্ক বার্তাটি লোকজনের মোবাইল ফোনে পাঠানোর পাশাপাশি টেলিভিশন ও রেডিওতে স¤প্রচার করা হয়।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সকাল ৮টা ৭ মিনিটে বার্তাটি মোবাইল ফোনে আসে, বার্তাটির অক্ষরগুলো সব বড় হাতে লেখা ছিল। পরে কর্তৃপক্ষ এক ঘোষণায় সতর্ক বার্তাটি ভুল করে পাঠানো হয়েছে বলে জানালে হাওয়াইবাসীর মধ্যে স্বস্থি ফিরে আসে।
ক্ষেপনাস্ত্র হামলার ভুল সতর্কতায় বিশ্বজুড়ে সমালোচনা ও প্রতিকিৃয়া: হাওয়াইয়ের গভর্নর ডেভিড ইগ দুঃখজনক উল্লেখ করে বলেন, শিফট পরিবর্তনের সময় ভুল বাটন চেপে ওই সতর্ক বার্তাটি পাঠানো হয়েছে। এই অসবাধানতার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন হাওয়াই’র গভর্নর ইগ।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ‘নিউক্লিয়ার বø্যাকমেইল’ এর মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি করছে। জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা জেফরীর সঙ্গে ব্যতিক্রমী এক বৈঠকে এ অভিযোগ উত্থাপন করেছে উত্তর কোরিয়া।
মার্কিন জনপ্রিয় গল্ফার জর্ডান স্পাইয়েথ নি›দ্বা প্রকাশ করে বলেন, আমি হোটেলে থাকা অবস্থায় ম্যাসেজটি পাওয়ার সাথে সাথে আমার পরিবারের লোকদের ফোন দিয়ে পরিবারের লোকদের সতর্ক করার চেষ্টা করি। আমি বুঝতে পারছিলাম না যে ওই মুহুর্তে আমার কি করা উচিৎ ছিল। এই ঘোষণার মধ্যে দিয়ে হাওয়াই ক্ষেপনাস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তার তাদের নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। এই ভুল তথ্যের কারণে বড় প্রাণহানির ঘটনা ঘটতে পারতো।
এদিকে ইরাণের এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, ট্রাম্প কৌশলে ক্ষেপণাস্ত্রের আতঙ্ক ছড়ালেও ইরানকে ভীত সন্তস্ত্র করা এতো সহজ নয়। ইরান তাদের অব্যাহত পরমানু গবেষণার কাজ চালিয়ে যাবে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়