শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ১২:১৮ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাইসিনা ডায়লগে অংশ নিতে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তরিকুল ইসলাম : রাইসিনা ডায়ালগে অংশ নিতে আগামীকাল সকালে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বহুপক্ষীয় রাইসিনা ডায়ালগে অংশ নেয়ার পাশাপাশি এই সফরে তিনি দ্বিপক্ষীয় ইস্যূতে একাধিক রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাপ করবেন। বিশেষ করে রোহিঙ্গা ইস্যূতে আর্ন্তজাতিক জনমত আরো জোড়াল করতে রাইসিনা ডায়ালগে বিশেষ কূটনৈতিক তৎপরতা চালাবেন পররাষ্ট্রমন্ত্রী। সফর শেষে ১৯ জানুয়ারি বিকেলে ঢাকা ফিরার কথা রয়েছে তার।
রাইসিনা ডায়ালগের উদ্বোধনী পর্বে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, অবজারভার গবেষণা সংস্থার চেয়ারম্যান সঞ্চয় জোসিসহ বিশে^র অনেক নেতা উপস্থিত থাকবেন। এ ছাড়া বিশে^র ২৮টি দেশের ৪৯ জন তরুণ বিশ^ নেতা এই সম্মেলনে অংশ নেবেন।
রাইসিনা ডায়ালগের অনুষ্ঠান সূচি থেকে জানা গেছে, ১৬ থেকে ১৮ জানুয়ারি ৩ দিনব্যাপি এই বহুপক্ষীয় ডায়ালগ অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘ম্যানেজিং ডিজরাপটিভ ট্রানজিশনস: আইডিয়াস, ইন্সটিটিউশনস এন্ড ইডিয়মস’। ডায়ালগের তৃতীয় দিনে ‘বঙ্গপসাগর অঞ্চলের অধিবাসীদের উন্নয়ন, প্রবৃদ্ধি এবং নিরাপত্তা’ শীর্ষক ডায়ালগে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ভারতের সংসদ সদস্য বাজিয়াত পান্ডের সঞ্চালনায় এই সেশনে শ্রীলংকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভাসান্তা সানানায়াকে, নেপালের পররাষ্ট্র সচিব শঙ্কও দাস বৈরাগি, ভারতের পররাষ্ট্র সচিব (পূর্ব) প্রীতি সরন আলোচনা করবেন।
ডায়ালগের তৃতীয় দিনো আরেকটি সেশনে ‘একুশ শতাব্দির জন্য কমনওয়েলথ’ শীর্ষক ডায়ালগেও আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এমএলএস চেজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীর সঞ্চালনায় এই পর্বে কমনওয়েলথ সামিট ইউনিটের প্রধান নির্বাহী টিম হিচেনস, ভারতের সংসদ সদস্য স্বপন দাস গুপ্ত, মৌরিটাসের মন্ত্রী প্রিমদুত কুসজু এবং মালয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য এনজেয়ি রুথ কনিওনগোলো আলোচনা করবেন।
রাইসিনা ডায়ালগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, ফ্রান্সের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের পরিচালক, ভারতের সেনাপ্রধান, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী, কানাডার সাবেক প্রধানমন্ত্রী, পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী, সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী, আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি, ইন্দোনেশিয়ার প্রতিনক্ষামন্ত্রীসহ আরো অনেকে অংশ নেবেন। ভারতের শীর্ষস্থানীয় নীতি গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়