শিরোনাম
◈ ইরানে যে ৬ উপায়ে হামলা চালাতে পারেন ট্রাম্প ◈ ভোটারের মন জয় করতে তিন দলের ইশতেহারে জোর ◈ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান ◈ বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পরিচালক নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি ◈ নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে ৫১টি রাজনৈতিক দল, আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?  ◈ চার প্রতিষ্ঠানের নির্বাচনি জরিপে যা জানা গেল ◈ ‌সে‌প্টেম্ব‌রে এশিয়ান গেমসে দেখা যাবে ভারত–পাকিস্তান লড়াই?‌ ◈ যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান ◈ ইএফএল কাপে চেল‌সি‌কে হা‌রি‌য়ে ফাইনালের পথে আর্সেনাল ◈ আজও ঢাকার তিন গুরুত্বপূর্ণ স্থানে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৯:২৮ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিউনিসিয়ায় বিক্ষোভ অব্যাহত: গ্রেফতার ৭৭৮

সাঈদা মুনীর: তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে ৭৭০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে সরকার। তারা করবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির বিষয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিল। এমন পরিস্থিতিতে দেশটিতে আরো বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করছে জাতিসংঘ।

রোববার আল জাজিরার খবরে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রুপার্ট কলভিলে তিউনিসিয়ার বিক্ষোভকারীদের শান্ত ও সংযত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সরকারের প্রতি শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তারের ঘটনায় আমরা উদ্বিগ্ন। সোমবার থেকে এ পর্যন্ত ৭৭৮ জনকে আটক করেছে সরকার। আর গ্রেপ্তারকৃতদের এক-তৃতীয়াংশের বয়স ১৫ থেকে ২০ বছর। রুপার্ট নির্বিচারে বিক্ষোভকারীদের আটক না করতে সরকারের প্রতি আহ্বান জানান।

শুক্রবার তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খেলিফা চিবানি বলেন, দোকান লুট ও ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগে ১৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তিউনিসে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা হলুদ কার্ড দেখিয়ে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা বাতিল করার দাবি জানায়। উল্লেখ্য, স¤প্রতি প্রণীত নতুন বাজেটে তিউনেসিয়ার সরকার কঠোর অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করে। চলতি বছরের শুরু থেকে ওই বাজেট কার্যকর হয়। এতে দেশটিতে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পায়। এছাড়া নতুন বাজেটে গাড়ি, মোবাইল ফোন, ইন্টারনেট ও হোটেলের ওপর আরোপিত কর বৃদ্ধি করা হয়। সরকারের দাবি, ঘাটতি পূরণের জন্যই অর্থনৈতিক ব্যবস্থা কঠোর করা হয়েছে। তবে এর প্রতিবাদে ফুসে উঠেছে তিউনিসিয়ার জনগণ। রাজপথে বিক্ষোভ করেছে তারা। সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়