Skip to main content

আরো দুজন পর্ণ তারকাকে হোটেল রুমে নিয়েছিলেন ট্রাম্প!

আনন্দ মোস্তফা: সম্প্রতি এক পর্ণ তারকাকে মুখ বন্ধ রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ওঠার মধ্যেই আরো দুজন পর্ণ তারকাকে তিনি হোটেল রুমে নিয়েছিলেন বলে জানা গেছে। স্ট্রমি ড্যানিয়েলস নামের যে পর্ণ তারকাকে ট্রাম্প মুখ বন্ধ রাখার জন্য টাকা দিয়েছিলেন তার সাথে সম্পর্ক স্থাপনের সময়ই তিনি এলেনা ইভান্স নামের আরেক পর্ণ তারকাকে হোটেল রুমে ডাকেন।

মার্কিন পত্রিকা ডেইলি বিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ইভান্স বলেন, ‘আমি তাকে (ট্রাম্প) না করে দেই কিন্তু তিনি ফোন দিয়ে বারংবার রুমে যাবার অনুরোধ জানান।’ এরপর ইভান্স ট্রাম্পের রুমে গিয়ে ড্যানিয়েলসকে দেখতে পান। ড্যানিয়েলস জানান ট্রাম্প তাকে ফ্লোরিডার একটি বিলাসবহুল এপার্টমেন্টের চাবি দিয়েছে। এরপর তারা একসাথে ছবি তোলেন ও সময় কাটান।

উল্লেখ্য, যে সময়টার কথা বলা হচ্ছে সেসময়, বর্তমান ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প সন্তানসম্ভবা ছিলেন।

এছাড়াও আরো এক পর্ণ তারকার সাথে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্কের কথা জানা গেছে। জেসিকা ড্রেক নামের ওই পর্ণ অভিনেত্রীর সাথে ট্রাম্পের পরিচয় হয় ২০০৬ সালের জুলাই মাসে। এরপর তিনি জেসিকাকে ১০ হাজার ডলারের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন।

হোয়াইট হাউস নতুন দুই পর্ণ অভিনেত্রীর সাথে ট্রাম্পের সম্পর্কের অভিযোগের কোনো উত্তর দেয়নি। ডেইলি বিস্ট

অন্যান্য সংবাদ