মাইকেল : হাওয়াইতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ‘মিথ্যা সতর্কবার্তা’ দিয়েছে মার্কিন কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে শনিবার খবরটি জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি নিউজ।
গণতান্ত্রিক প্রতিনিধি তসলি গাব্বার্ড জানান, ‘হাওয়াইতে মিথ্যা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোন ক্ষেপণাস্ত্র হাওয়াইতে নিক্ষেপ করা হবে না’। হাওয়াইয়ের জরুরী ব্যবস্থাপনা সংস্থা নিশ্চিত করেছে, ‘হাওয়াইতে কোন ক্ষেপণাস্ত্রের হুমকি নেই।’
মার্কিন সেনাবাহিনীর সামরিক মুখপাত্র ডেভিড বেনহাম জানান, এখন পর্যন্ত হাওয়াইতে কোন ক্ষেপণাস্ত্রের হুমকি নেই। তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফোনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ভুলে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
ডেভিড আরও জানান, ‘ শীঘ্র একটি সংশোধনী বার্তা সবাইকে পাঠানো হবে’।
সূত্র : এএফপি এবং সিএনএন