শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৮ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমিশনে হস্তক্ষেপ করবে না সরকার

ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশনের ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্ধারিত সময়ে ১১তম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব দল এ নির্বাচনে অংশ নেবে। এতে বিএনপিও অংশগ্রহণ করবে।

রাজধানীর ফিল্ম ডেভেপলমেন্ট করপোরেশন এফডিসি মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত এক বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা বেড়েছে’ শীর্ষক ইউসিবি পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণের এই অনুষ্ঠানের আয়োজক ছিল যৌথভাবে ডিবেট ফর ডেমোক্রেসি ও বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা। সভাপতির বক্তৃতায় হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার দেশে প্রচলিত সংবিধান মোতাবেক যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে, অপরদিকে বিএনপিসহ তাদের সহযোগী দলগুলো বলছে কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকলে তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। দেশের মানুষ সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায়। নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দল ও জনগণের আস্থা থাকা একান্ত প্রয়োজন। প্রতিযোগিতায় দেশের ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিষয়ের ওপর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ২ লাখ টাকা জিতে নেয় বিতর্কের সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং রানার-আপ হয়ে ১ লাখ টাকা জিতে নেয় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।

সূত্র : বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়