ডেস্ক রিপোর্ট : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে রোববার (১৪ জানুয়ারি) দলের মনোনয়নপত্র বিক্রি করবে বিএনপি। ওইদিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়নপত্র পাওয়া যাবে।
শনিবার দিনগত রাতে চেয়ারপারসনের গুলশান কারজালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন বলে জানান শায়রুল কবির খান।
আগ্রহী প্রার্থীদেরকে ৫ হাজার টাকা দিয়ে এ মনোনয়নপত্র ফরম সংগ্রহ করতে বলা হয়েছে।
সূত্র- পূর্বপশ্চিম