Skip to main content

‘ক্রিকেটের সব ফরম্যাটেই একদিন আলাদা আলাদা কোচ হবে’

‘ক্রিকেটের সব ফরম্যাটেই একদিন আলাদা আলাদা কোচ হবে’
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের তিনটি ফরম্যাট চলে এসেছে অনেক আগেই। প্রতিটি ফরম্যাটে আবার আলাদা আলাদা অধিনায়কের সংস্কৃতি নতুন নয়। প্রতি ফরম্যাটের জন্য আলাদা কোচের ধারণাটি নতুন হলেও তা আগেই ব্যবহৃত হয়েছে। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলেরই দুইজন কোচ ছিলেন একসময়। সেই দলেরই সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক ইয়ন মরগানের মতে একাধিক কোচের প্রয়োজনীয়তা অনেক বেশি। ২০১২ সালে ইংল্যান্ডেরই সাবেক ক্রিকেটার অ্যাশলি জাইলস সীমিত ওভারের কোচ হিসেবে যোগ দেন দলটিতে। সেসময় ইংলিশদের টেস্ট দলের কোচ ছিলেন সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। এই দুই কোচের হাত ধরে তিন ফরম্যাটের ক্রিকেটেই সাফল্য আসে দলটির। দুজনের সাথেই কাজ করেছেন মরগান। তার মতে তিন ফরম্যাটের ক্রিকেটের মধ্যেই পার্থক্য বাড়ছে। খেলোয়াড়রা বিভিন্ন বৈশ্বিক ক্রিকেট লিগে খেলছেন, আলাদা আলাদা কোচের সাথে কাজ করছেন। প্রতিযোগিতাও বাড়ছে। তাই জাতীয় দলগুলোতে একজন কোচ দিয়ে সব ফরম্যাটের ক্রিকেটে ভাল পারফর্ম করা সম্ভব নয় বলে মনে করেন ৩১ বছর বয়সী মরগান। তার মতে খুব শীঘ্রই হয়ত একাধিক কোচ আবার দেখা যাবে, 'আমার মনে হয় সামনে এমনটাই হবে। গত দশ বছরে ক্রিকেটে যা পরিবর্তন এসেছে তার তুলনায় আগামী দশ বছরে আরও বেশি পরিবর্তন আসবে। আর কিছু হোক না হোক, ফরম্যাটগুলো দিন দিন একটা অন্যটা থেকে দূরে সরে যাচ্ছে। তাই, একাধিক কোচের ব্যাপারে আমার কোন সমস্যা নেই।' পরিবর্তন