শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৩:৪০ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন মানুষ অনাহারে থাকবে না, শীতবস্ত্রের অভাবে মরবে না: হুইপ

সাহেব, দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়ন ও অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। দিনাজপুরসহ সারাদেশের ভয়াবহ বন্যায় কোন মানুষ না খেয়ে মরেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সফল হয়েছে। আগামী দিনেও কোন মানুষ অনাহারে থাকবে না, না খেয়ে মরবে না এবং সুন্দর জীবন যাপন করবে।

শনিবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুরের দুঃস্থ খেলোয়াড়, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মাঝে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দিনাজপুর সদর উপজেলায় ১৬ কোটি টাকার উন্নয়ন হয়েছে। এ বছরেই ৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করা হবে। সদর উপজেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। ক্রীড়া, স্বাস্থ্য, বিদ্যুৎ ও শিক্ষা, রাস্তা নির্মাণসহ দিনাজপুরের উন্নয়ন ও অগ্রগতি অভাবনীয়।

আগামী দিনেও এ উন্নয়ন অব্যাহত থাকবে। দিনাজপুরের এই প্রচণ্ড শীত নিবারণে সরকার বিপুল পরিমাণ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে এবং করছে। একজন মানুষও শীতবস্ত্রের অভাবে মরবে না।

তিনি বলেন, আর এসব উন্নয়ন দেখে স্বাধীনতা বিরোধীরা জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে অচল করতে চেয়েছিল। কিন্তু বাংলার জনগণ তা হতে দেয়নি। বাংলার জনগণ বিএনপি জামায়াতকে প্রত্যাখান করেছে। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করেছে।তিনি এসব উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রংপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রুত মজুমদার ডলার, সহ-সভাপতি মোঃ আজিজার রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার জিনাত আরা চৌধুরী মিলি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়