শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৪:৪০ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিক খানের গ্রেফতার দাবি ট্রাম্প ও ব্রেক্সিট পন্থীদের

মাহাদী আহমেদ : লন্ডনের মেয়র সাদিক খানের গ্রেফতার দাবি করেছে যুক্তরাজ্যে ট্রাম্পের সমর্থকেরা। শনিবার লন্ডনে ‘ফ্যাবিয়ান সোসাইটি’র একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাদিক খানের বক্তৃতা শুরু করার ঠিক আগমূহূর্তে যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক গোষ্ঠী ‘দ্যা হোয়াইট পেনড্রাগন’ এর সদস্যরা তার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে এবং তার গ্রেফতার দাবি করে। এছাড়াও তারা ব্রেক্সিটের পক্ষে স্লোগান প্রদান করে।
এর আগে বিক্ষোভের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্যে নতুন মার্কিন দূতাবাস ভবনের উদ্বোধনে উপস্থিত থাকার পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সাদেক খান সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে মন্তব্য করেছিলেন যে, ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন তিনি যুক্তরাজ্যে আমন্ত্রিত নন।
এর প্রেক্ষিতেই ট্রাম্পের সমর্থক গোষ্ঠি মেয়র সাদিক খানের বিরুদ্ধে স্লোগান ও তার গ্রেফতার দাবী করেছে বলে ধারনা করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা অনুষ্ঠানটির একটি ভিডিও’তে দেখা যায় যে, সাদিক খানের বিরুদ্ধে স্লোগান প্রদানকারীদের একজন বলছেন, সম্মানীত ভদ্র মহোদয় ও মহোদয়াগণ, আমরা এখানে আজকে সংঘাতহীন ও শান্তিপূর্ণভাবে একটি গ্রেফতার দাবী করছি। এরপর, নিরাপত্তা রক্ষীরা সেখানে দ্রুত উপস্থিত হয়ে পড়লে দর্শকসারীতে থাকা সেই স্লোগান প্রদানকারীরা মেয়র সাদেক খান’কে উদ্দেশ্য করে বিদ্রুপাত্নক মন্তব্য ও হাততালি দেওয়া শুরু করে। বিক্ষোভকারীদের প্রতিবাদের কারনে অনুষ্ঠানটি শুরু হতে প্রায় ১৫ মিনিট বিলম্ব হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়