শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০১:৫৫ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় বিচারবিভাগ নিয়ে মুখোমুখি বিজেপি ও কংগ্রেস

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক : ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে আসা সুপ্রিমকোর্টের চার জ্যেষ্ঠ বিচারপতির অভিযোগের দিকে সরকারের নজর রাখা উচিত বলেছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার দেশটির রাজধানী নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে এমন মন্তব্য করেন রাহুল।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রীম কোর্টের বেঞ্চে সব গুরুত্বপূর্ণ শুনানি হয়ে থাকে। বাকি জ্যেষ্ঠ নেতাদের মাঝে সমান ভাবে ভাগ করা হয় না এমন অভিযোগের কথা উল্লেখ করেন তিনি। এসময় বিচারপতি বিএইচ লয়ার অস্বাভাবিক মৃত্যুর বিষয়টিও তুলে ধরা হয়। বিষয়গুলোকে তিনি অতি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে অভিহিত করেন।

ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র কংগ্রেসের সমালোচনা করে বলেন, কংগ্রেস বিচার বিভাগের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। সংবিধান মোতাবেক, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হয়।’ এ বিষয়ে এ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপালের বিবৃতির কথাও তুলে ধরেন তিনি।

সম্বিত আরও বলেন, কংগ্রেস বারবার জনগণের রায়ে বিভিন্ন নির্বাচনে হেরে যাচ্ছে। অথচ রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন ইস্যুকে নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।’

উল্লেখ্য, শুক্রবার ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে চার প্রবীণ বিচারপতি অসন্তোষ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন। তারা প্রধান বিচারপতির বিরুদ্ধে ‘গণতন্ত্র বিপন্ন’ ‘সুপ্রিম কোর্টে সবকিছু ঠিকঠাক চলছে না’ বলে অভিযোগ আনেন। এরপরই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয় ভারতজুড়ে। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়