Skip to main content

‘যৌনতার জন্য নারীকে কখনও ‘ভালোবাসি’ বলিনি’

ডেস্ক রিপোর্ট : বিদেশে পড়াশোনা করার সুবাদেই হোক আর মানসিক প্রশান্তির জন্যই হোক- যৌবনে অসংখ্য নারীর সাথে যৌন সম্পর্ক করেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। কিন্তু কোনো নারীকে বিছানায় পাওয়ার জন্য মিথ্যা বলেননি তিনি, সাক্ষাৎকারে এমনটাই জানালেন বলিউডের ‘ছোট নবাব’। সাইফ আলী খান জানান, ভালোবাসা নেই, এমন নারীর সঙ্গেও বহুবার সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু মিথ্যে অনুভ‚তির কথা বলে কখনো কোনো মেয়েকে ঠকাননি তিনি। বরং সম্পর্কে যাওয়ার আগেই সঙ্গীকে জানিয়ে দিতেন মনের সত্যিকারের অনুভ‚তির কথা। ৯০-এর দশকে ভারতীয় বিনোদন ও ফ্যাশন বিষয়ক গণমাধ্যম ‘পিঙ্কভিলা’র এক প্রতিবেদনে যৌনজীবনের বিস্ফোরক তথ্য ফাঁস করেছিলেন সাইফ আলি খান। সম্প্রতি ওই সাক্ষাৎকারটির চুম্বক অংশ আজ ১৩ জানুয়ারি আবারও সামনে এনেছে ভারতীয় এই গণমাধ্যমটি। এখানে সাইফ বলেছেন, ভালো না বাসলেও প্রত্যেক নারীকেই সম্মান করতাম আমি। আমার মতে, শারীরিক সম্পর্কের চাহিদা ভালোবাসার মতোই প্রয়োজন। এটি ভালোবাসার সঙ্গে জড়িতও বটে।’ তবে এসব বিষয়গুলো এখন অতীত। বর্তমানে সংসার- স্ত্রী কারিনা, পুত্র তৈমুর ও সিনেমা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা।