Skip to main content

বইমেলায় আসছে ‘ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু ও বাংলাদেশ’

ডেস্ক রিপোর্ট : এবার বাংলা অ্যাকাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থ মেলায় ‘ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে একটি ফটোঅ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধুর দুর্লভ ৬০০ ছবি সম্বলিত ফটো অ্যালবামনটি সমন্বয় করেছেন আলহামরা নাসরীন হোসেন লুইজা। এ প্রসঙ্গে লুইজা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে আমার এ উদ্যোগ। লেখক আরও জানান, ছাত্রজীবনে বগুড়া স্কুল ও কলেজে পড়বার সময় তিনি বঙ্গবন্ধুকে একবার দেখার সুযোগ পেয়েছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে তার সেই স্মৃতি আজও তাকে তাড়িত করে। তার বাবা সবসময় বঙ্গবন্ধুর আদলে পোশাক পরিধান করতেন তাই ছোটবেলা থেকেই তিনি বঙ্গবন্ধুর প্রতি বিশেষভাবে অনুরাগী। আলহামরা নাসরীন হোসেন লুইজা বর্তমানে ‘আই আর এ’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বর্ণপ্রকাশ লিমিটেড, অধরা ফাউন্ডেশন, স্মিথ এ্যাভেসিভ কেমিক্যাল, ‘শক্তি একাডেমির কর্ণধার । তার প্রতিটি কাজে অনুপ্রেরণায় রয়েছেন স্বামী প্রফেসর ড. এ.টি. এম রেজাউল হক, মেয়ে অঙ্গনা, অরণ্য এবং শুভাকাঙ্খীরা। এছাড়া তিনি ছাত্রাবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামদলের হয়ে রাকসু নির্বাচন করেছেন। লুইজা’র প্রকাশনী থেকে অমর একুশে গ্রন্থমেলায় আরও আসছে কুষ্টিয়া জেলার ইতিহাস, জরায়ুর মুখে ক্যান্সার, অমৃতাক্ষর, দোলন, বিবর্ণ স্বাধীনতা, দুস্য বনহুর, অন্য পটভূমি, স্বপ্ন কথা, হাচিকো, উত্তরের কাহিনী, চন্দ্রভুক পালকির সানাই, উপসংহার, চন্দ্রপ্রভা, আধভাঙা চাঁদ, তবুও সুখি হও, জীবন সমাধান ভাবনাসহ আরো বেশকিছু বই।