শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ১১:১৩ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মান্নার শঙ্কা

রফিক আহমেদ : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র নির্বাচন নিয়ে প্রথমে মনে যেটা আসছে, সেটা হলো শঙ্কা। যৌক্তিকভাবেই মনে প্রশ্ন আসছে, নির্বাচনটা আদৌ হবে তো? শনিবার একান্ত সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, একটা অনির্বাচিত সরকার গায়ের জোরে টিকে থেকে জনগণের রায়কে ভয় করে, তাই নিশ্চিত পরাজয় এড়ানোর জন্য নির্বাচন নাও হতে দিতে চাইতে পারে। এর মধ্যে আমাদের জানা হয়ে গেছে ঢাকার উভয় সিটি কর্পোরেশনে নতুন যুক্ত ওয়ার্ড নিয়ে আইনি জটিলতা আছে। তাই এই শঙ্কা আছেই, আইনি পথে এই নির্বাচন স্থগিত করা হবে।

মান্না বলেন, আর নির্বাচন হলেও সেটা স্বচ্ছ, অংশগ্রহণমূলক হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকবেই। গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, তাতে তাঁর অগণতান্ত্রিক মানসিকতায় আদৌ কোনো পরিবর্তন হয়েছে এমন মনে হয়নি। ২০১৫ সালের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এই ঢাকা শহরে মিডিয়ার সামনে ভোট ডাকাতি হতে দেখেছে দেশবাসী। শেষ পর্যন্ত যদি নির্বাচন হয়ও সেটা ২০১৫ সালের নির্বাচনের মতো হবে, সেটার জোর সম্ভাবনা আছে।

তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করা আপাতদৃষ্টিতে অর্থহীন মনে হলেও এর অন্য একটা গুরুত্ব আছে। এই নির্বাচনে অংশগ্রহণ হতে পারে বিদ্যমান অগণতান্ত্রিক, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে। সেই আন্দোলনে যাঁরা অংশগ্রহণ করছেন, তাঁদের জন্য শুভকামনা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়