শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ১০:২৩ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাক-মার্কিন অস্থিরতাকে সাময়িক বললেন মার্কিন কমান্ডার জেনারেল

সাইদুর রহমান : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা এবং পাকিস্তান থেকে সহায়তা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে পাকিস্তান-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য পাকিস্তানী সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার সাথে টেলিফোনে কথা বলেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার জেনারেল জোসেফ এল. ভোটেল । পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

জেনারেল ভোটেল পাকিস্তানী সেনাপ্রধানকে বলেছেন যে, সন্ত্রাস-বিরোধী যুদ্ধে পাকিস্তানের সহায়তাকে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র এবং দুই দেশের সম্পর্কের মধ্যে সাম্প্রতিক যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটা “সাময়িক”।

ফোনালাপে পাকিস্তানী সেনাপ্রধান জেনারেল ভোটেলকে বলেন, মার্কিন সরকারের সাম্প্রতিক বিবৃতিতে মনে হয়েছে, পুরো পাকিস্তানের সাথে প্রতারণা করা হয়েছে। কারণ গত এক দশক ধরে পাকিস্তানের যে অবদান, এতে তা অস্বীকার করা হয়েছে।

সেনাপ্রধান বলেন, মার্কিন সহায়তা ছাড়াই পাকিস্তান তার সন্ত্রাসবিরোধী কর্মকা- অব্যাহত রাখবে, কারণ পাকিস্তানের জাতীয় স্বার্থেই এটা করা হচ্ছে।

সেনাপ্রধান আরও বলেন, পাকিস্তানে তৎপর আফগান নাগরিকদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ সম্পর্কে পাকিস্তান অবগত রয়েছে। পাকিস্তান এ কারণে এরইমধ্যে “অপারেশান রাদুল ফাসাদ” পরিচালনা করেছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের কাছে আর সহায়তা চাইবে না পাকিস্তান, কিন্তু সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে পাকিস্তানের অবদান, ত্যাগ ও একনিষ্ঠ সমর্থনের স্বীকৃতি দিতে হবে।

পাক আইএসপিআর জানিয়েছে, তিনি পাকিস্তানী সেনাপ্রধানকে এটাও বলেছেন যে, পাকিস্তানের মাটিতে কোন ধরনের একতরফা অভিযানের কথা যুক্তরাষ্ট্র ভাবছে না। বরং যে সব আফগান নাগরিক পাকিস্তানের ভেতরে প্রবেশ করে সেখান থেকে আফগানিস্তানে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, তাদের মোকাবেলায় পাকিস্তানের সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। আমেরিকান জেনারেল মনে করেন যে, এ ধরনের কিছু করা হলে সেটা যুদ্ধে পাকিস্তানের অবদানকে ছোট করা হবে। সূত্র : জিও নিউজ উর্দূ

  • সর্বশেষ
  • জনপ্রিয়