শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ১০:০৬ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোস্তাফিজুর রহমান : রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ ফিরোজ (২৬)। তার পিতার নাম মো. আবু তাহের। তার গ্রামের বাড়ী রংপুর পীরগঞ্জের আহমদপুর। গাজীপুরে তার স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করতো। সে সালসাবিল পরিবহনের হেলপার হিসেবে কাজ করতো।

শনিবার দুপুর ১২ টার সময় আবদুল্লাহপুরের সিএনজি পাম্প স্টেশনের পাশে সালসাবিল পরিবহনের কাজ শেষে বাসের নিচ থেকে বের হওয়ার সময় অন্য একটি দ্রুতগামী পরিবহন তার ওপর দিয়ে চালিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থল থেকে তার বোন ও দুলাভাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তার বোন মনিকা জানান, তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাকে উত্তরার বাংলাদেশ মেডিকেলে স্থানান্তর করা হয়। এরপর আবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া বলেন, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়