Skip to main content

প্রয়াত মেয়রের আদর্শ নিয়েই নির্বাচনে নামবে ডিএনসিসি প্রার্থীরা

হ্যাপী আক্তার: ঢাকা উত্তর সিটির সদ্য প্রয়াত মেয়র আনিসুল হক মারা গিয়েও রেখে গেছেন দৃষ্টান্ত। তার দেখানো পথকেই আদর্শ বা মানদণ্ড বিবেচনা করে নির্বাচনের মাঠে থাকতে চাইছে প্রধান দুই দলের (আওয়ামী লীগ-বিএনপির) সম্ভাব্য প্রার্থীরা। তবে আওয়ামী লীগ ছাড়া অন্য সব দলের সম্ভাব্য প্রার্থীদের অস্বস্তি আছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। স্থানীয় সরকার নির্বাচন হলেও ঢাকা সিটির ভোটকে বড় দুই দলই নিজেদের প্রেস্টিজ ইস্যু হিসেবে দেখে। ফলে উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর থেকেই এখানে উপনির্বাচন নিয়ে সরগরম রাজনীতির মাঠ। একাদশ জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে হতে যাওয়া এই ভোটকে বড় দুই দলই নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ হিসেবে দেখতে চায়। আওয়ামী লীগ ও বিএনপি এখনও কাউকে চূড়ান্ত মনোনয়ন না দিলেও আলোচনায় আছেন দুজন ব্যবসায়ী। আওয়ামী লীগ থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া একটি বিরাট ব্যাপার। আর মনোনয়নের জন্য আওয়ামী লীগ মিটিং ডেকেছেন। সুন্দর একটি পরিবেশে নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রয়াত আনিসুল হকের কথা উল্লেখ করে তিনি বলেন, উনি একটি মাপকাঠি তৈরি করে গেছেন। মেয়র আনিসুল হক মানুষকে যেমন স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়নও করেছেন। তার আদর্শ নিয়ে নগরবাসীকে সেবা করাই তার লক্ষ্য। বিএনপি থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী তাবিদ আউয়াল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল ও ২০ দলীয় জোট থেকে আমি মনোনয়ন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচন এমন হওয়া উচিত যাতে একই সুযোগ সুবিধা সবাই পায়। আনিসুল হক যে রকম মেয়র ছিলেন, সে রকমের মেয়রই নগরবাসীর প্রত্যাশা। মেয়র হলে মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাগগুলোকে সমাপ্ত করা, নতুন করে আরো উন্নয়নমূলক কাজ করার আশা প্রকাশ করেন তিনি। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক সম্ভাব্য মেয়র প্রার্থী জোনায়েদ সাকী বলেছেন, গত নির্বাচনে যে অভিঙ্গতা হয়ে, এবার সিটি করপোরেশনের নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করতে সক্ষম হবেন। ভোটারা তাদের ভোট দিতে সাচ্ছন্দবোধ করবেন। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী ২৬ ফেব্রুয়ারি, ঢাকা উত্তর সিটি করপোরেশন একজন যোগ্য নগরপিতা পাবে, এমন প্রত্যাশা সম্ভাব্য সব প্রার্থীরই। সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

অন্যান্য সংবাদ