Skip to main content

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাহমুদুল হাসান রতন, ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০জন। শনিবার (১৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ শহরে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা ও হাজির বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শনিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের সামনে ট্রাক চাপায় এক রিকশা চালক নিহত হন। নিহতের নাম শাহিন (৩০)। তার বাড়ি তারাকান্দা উপজেলায়। এ দুর্ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। ভালুকা থানার ওসি মামুনুর রশিদ জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস হাজির বাজার এলাকায় পৌঁছলে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হুমায়ূন কবীর নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত হুমায়ূন গফরগাঁও উপজেলার কলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এছাড়া সকাল ৯টার দিকে ভরাডোবা এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি মারা যান। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। সেসময় আহত হন আরো পাঁচজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যান্য সংবাদ