শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৫:১৩ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ দলীয় জোট আমাকেই প্রার্থী করবে : সেলিম উদ্দিন

খন্দকার আলমগীর হোসাইন : আমি আশাবাদী জোট আমাকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী নমিনেশন দিবে, তা না হলে জামায়াতের স্বতন্ত্র্য প্রার্থী হিসেবেই নির্বাচন করবো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অনেক বড় একটি এরিয়া। এখানে কাজ করতে হলে অবশ্যই কোনো অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তির প্রয়োজন। যেহেতু আমি ছাত্র রাজনীতি করেছি এবং বর্তমানেও রাজনীতির সাথে জড়িত। আমি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ছিলাম এবং এখন জামায়াতে ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আমিরের দায়িত্ব পালন করছি। তাই আমার বিশ্বাস, জোট আমাকেই মেয়র প্রার্থীর নমিনেশন দিবে। দৈনিক আমাদের অর্থনীতির সাথে আলাপকালে জামায়াতের মেয়র প্রার্থী মো: সেলিম উদ্দিন এইসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট হয়েছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে। স্থায়ী সরকার নির্বাচনের জোটের এমন কোনো গুরুত্ব নেই। জোট থেকে আমাকে নমিনেশন না দিলেও জামায়াতের পক্ষ থেকে স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে নির্বাচন করবো। আমাদের উপর অনেক মামলা হামলা নির্যাতন হয়েছে, সেজন্য জনগণের সহানুভূতি আমাদের পক্ষে রয়েছে। আমাদের শতভাগ প্রস্তুতি রয়েছে নির্বাচন করার মতো।

তিনি আরও বলেন, আমি শুনেছি বিএনপি জোটগতভাবে প্রার্থী দেয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করছেন। এই ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দ্বায়িত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া, এমনটি জেনেছি। যেহেতু জোটবন্ধ আছি আলোচনা হতেই পারে, তবে আমরা নির্বাচনে জন্য প্রস্তুতিসহকারে মাঠে রয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়