শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৩ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু

ইলিয়াছ রিপন, মিরসরাই (চট্টগ্রাম) : হেতালিয়া খালের পাড়ে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত মিরসরাইয়ের মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ৫০ বছরে পা দিল। এই উপলক্ষে গতকাল আড়াইটায় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে সুবর্ণ জয়ন্তীর দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

বিকাল ৩ টায় স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। কালো, লাল, হলুদ, নীল, সবুজ, বেগুনী, আকাশী, সাদা, খয়েরীসহ নানা রঙ্গের টি শার্ট গায়ে পরিধান করে র‌্যালিতে পা মেলান শিক্ষক, পড়ুয়া, প্রাক্তন শিক্ষার্থী অনেকেই।

ওই র‌্যালি সাধুরবাজার এলাকা পরিক্রমা করে স্কুলে ফেরার পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন ভৌমিক।

আলোচনা সভা ও স্মৃতিচারণ সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের প্রকাশনা উপ-পরিষদের সদস্য সচীব ডা. কামাল উদ্দিন, যুগ্ম সচিব তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, সদস্য হাসান মো. সাইফ উদ্দিন ও নাহিদুল আনসারের যৌথ সঞ্চালনায় এবং মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী বাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, রাজনীতিক ও কলামিস্ট ড. মাসুম চৌধুরী। স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থী ও মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সাহাব উদ্দিন, সাবেক সভাপতি জামাল উল্লাহ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক সাংবাদিক দেবদুলাল ভৌমিক, কাস্টমস কর্মকর্তা নুরুল হুদা প্রমুখ। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা।

আলোচনা সভা ও স্মৃতিচারণের মাঝে স্মরণিকা ‘হেতালিয়া’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। সন্ধ্যায় বিদ্যালয় আঙিনার আকাশ আতশবাজি ও ফানুস উৎসবের রঙ্গে রঙ্গীন হয়ে উঠে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে ক্লোজআপ ওয়ান তারকা সালমা ও তার দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়