শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৩ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভটিজার পুলিশ সদস্যদের শাস্তি হওয়া দরকার

রাজেকুজ্জামান রতন : বাংলাদেশের নারীদের নিরাপদভাবে পথ চলার অধিকার আছে। কিন্তু পদে পদে তারা লাঞ্চিত হয়। যেমন হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন হয়। প্রতিদিন গড়ে ১৫ জন নারী নির্যাতিত হয় এবং ৩ জন নারী প্রতিদিন ধর্ষিতা হয়। আমরা বিভিন্ন সংবাদমাধ্যম বা পত্রিকায় দেখতে পাই যে, প্রতিদিন কিশোরীদের, তরুনীদের এমন কি বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ছাত্রীদেরকে পথ চলতে গিয়ে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এর ভিতর দিয়ে সামাজিক প্রতিরোধ করে পথ চলার কথা বলা হয়।

কিন্তু যাদের মাধ্যমে আমরা নিশ্চিত হতে চাই এবং সবাই প্রত্যাশা করে যেমন, আমাদের দেশের পুলিশ বাহিনী, কিন্তু যখন আমাদের পুলিশ নৈতিকভাবে এমন অবস্থায় নেমে যায়, তখন মানুষেরা একটু হতাশার ভিতরে পড়ে যায়। আজ আমাদের পুলিশ বাহিনীর কিছু সদস্য, যারা মেয়েদের সাথে খারাপ আচরণ বা মেয়েদের সাথে ইভটিজিং করে। এটা একটা ছোট ঘটনা কিন্তু এ ঘটনা থেকে অনেক বড় ঘটনা হওয়ার সম্ভাবনা হয়ে ওঠে। বর্তমানে খুলনায় যে পুলিশ সদস্যরা স্কুল ছাত্রীকে ইভটিজিং করেছে, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

পুলিশ বাহিনীর উপর কত অভিযোগ আছে কিন্তু মানুষেরা পুলিশ বাহিনীর উপর অভিযোগ করতে ভয় পায়। তার পরেও যখন পুলিশ বাহিনীর উপর অভিযোগ এসেছে, এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
পরিচিতি :
মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়