Skip to main content

ট্রাম্পের স্বাস্থ্য চমৎকার: হোয়াইট হাউজের চিকিৎসক

ট্রাম্পের স্বাস্থ্য চমৎকার: হোয়াইট হাউজের চিকিৎসক
রাশিদ রিয়াজ : হোয়াইট হাউজের চিকিৎসক রনি জ্যাকসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য পরীকার পর বলেছেন, তিনি চমৎকার স্বাস্থ্যের অধিকারী। নির্ধারিত পরীক্ষায় ট্রাম্পের অসাধারণ স্বাস্থ্য অবস্থা পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার ফলাফল। স্পুটনিক হোয়াইট হাউজের চিকিৎসক রনি জ্যাকসন এক বিবৃতিতে এও জানান, আগামী মঙ্গলবার এ ব্যাপারে তিনি এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয় মেরিল্যান্ডের বেথেসডায় ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে। এবিসি নিউজ জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প তিন ঘন্টা ওই হাসপাতালে ছিলেন। তবে পুরো তিন ঘন্টাই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে কি না তা জানা যায়নি। ৭১ বছর বয়স্ক প্রেসিডেন্ট সবচেয়ে বেশি বয়সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট্ নির্বাচিত হন। এর আগে ৬৯ বছর বয়সে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ট্রাম্প মানসিক ভাবে সুস্থ নন এধরনের অভিযোগ ওঠার পর তিনি নিজেই এক টুইট বার্তায় জানান, তিনি ভাল আছেন এবং নিজেকে স্থিতিশীল এক প্রতিভা বলেও দাবি করেন। এরপর হোয়াইট হাউজের চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করলেন।

অন্যান্য সংবাদ