শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৮ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফ-নাঈম ঝড়ে নামিবিয়ার টার্গেট ১৯১

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী দিনে নামিবিয়ার বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার ৪ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শনিবার বৃষ্টির কারণে ম্যাচটি ৫০ ওভার থেকে কমিয়ে ২০ ওভারে করা হয়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে সকাল আটটা ৩২ মিনিটে।

টাইগার যুবাদের পক্ষে পিনাক ঘোষ ১৭ বল খেলে ২৬ রান করেছেন। ৪৩ বল খেলে ৬০ রান করেছেন মোহাম্মদ নাঈম। ৪৮ বল খেলে ৮৪ রান করেছেন অধিনায়ক সাইফ হাসান। তিনি তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন। নামিবিয়ার পক্ষে পেট্রাস বার্গার ১টি, দেওয়াল্ড নেল ১টি, বেন শিকোঙ্গো ১টি ও শন ফুকে ১টি করে উইকেট নেন।

বাংলাদেশ লড়াই করছে গ্রুপ ‘সি’তে। এই গ্রুপে আরও রয়েছে নামিবিয়া, ইংল্যান্ড ও কানাডা। এবারের আসরে মোট ২০টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। বিশ্বের ১০২টি দেশ ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন। এছাড়াও ডিজিটাল সম্প্রচারের মাধ্যমে বিশ্বের ২০৪টি দেশ খেলাগুলো উপভোগ করতে পারবে। বাংলাদেশি চ্যানেলগুলোর মধ্যে গাজী টিভি ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ইনিংস: ১৯০/৪ (২০/২০ ওভার)

(পিনাক ঘোষ ২৬, মোহাম্মদ নাঈম ৬০, সাইফ হাসান ৮৪, আফিফ হোসেন ১১, তৌহিদ হৃদয় ০*; পেট্রাস বার্গার ১/৩১, দেওয়াল্ড নেল ১/২২, বেন শিকোনগো ১/৩৬, মরিশিয়াস এনগুপিতা ০/৩০, শন ফুকে ১/৩৫, গারহার্ড লটারিং ০/৩৫)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়