শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৪১ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমতীরে ১ হাজারেরও বেশি বসতি স্থাপনের অনুমতি দিল ইসরায়েল

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে এক হাজারেরও বেশি বসতি স্থাপনের অনুমতি দিল ইসরায়েল সরকার। সম্প্রতি ইসরাইলের এনজিও ‘পিস নাউ’র বিশেষ এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এদিকে, বসতির স্থাপনের অনুমতিতে ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিকি এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি অভিযোগ করে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফিলিস্তিনকে ইসরায়েলের নিজ স্বার্থানুযায়ী ব্যবহারের অনুমতি না দিত, তবে পরিস্থিতি অন্যরকম হত।’ ফিলিস্তিনের একটি গণমাধ্যমে তিনি বলেন, ‘ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার ফল এটি।’

আন্তর্জাতিক আইন অনুযায়ী, বসতি স্থাপনের অনুমতি দেওয়া নিষিদ্ধ হলেও ইসরাইলের বসতি স্থাপনের অনুমতির ইতিহাস এবারই প্রথম নয়। এ পর্যন্ত পূর্ব জেরুজালেমের এই অংশটিতে ৬ লক্ষ মানুষকে রয়েছে। বিভিন্ন সময় ধাপে ধাপে ইসরাইলের নাগরিকদের এই অঞ্চলে স্থানান্তরিত করা হয়। ২০১৭ সালে ৬ হাজার ৭৪২ জনকে, ২০১৬ সালে ২ হাজার ৬২৯ জনকে বসতি স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়।

আন্তর্জাতিক আইনে এক স্থানের নাগরিকদের অন্য এলাকায় বসতি গড়ার অনুমতি দেওয়া নিষিদ্ধ হওয়ার পরেও ধীরে ধীরে বসতি স্থাপনের মাধ্যমে অঞ্চলটি সম্পূর্ণ ইসরায়েলের অধীনে রাখতেই এপন্থা অবলম্বন করা হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়