শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০২:৫৬ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ইজতেমা উপলক্ষে শান্তি ও কল্যাণ কামনা খালেদা জিয়ার

রবিন আকরাম: বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশবাসীসহ মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই সঙ্গে সবাইকে জানিয়েছেন শুভেচ্ছা ও মোবারকবাদ।

গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, টঙ্গীতে বিশ্ব ইজতেমা বিশ্ব মুসলমানের দ্বিতীয় বৃহত্তম জমায়েত। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী দেশ-বিদেশের অগণিত ধর্মভিরু মানুষ যাতে সাবলীল ও নির্বিঘ্নে ইজতেমা সম্পাদন করতে পারেন সেজন্য আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করছি। ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির জন্য বিশ্ব ইজতেমায় বাংলাদেশসহ সারাবিশ্ব থেকে লাখো মানুষের সমাগম ঘটে ঢাকার অদুরে তুরাগ নদীর তীরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। মহান আল্লাহর নামে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান।

বেগম জিয়া বলেন, মুসলমানদের অন্যতম এই বৃহৎ জমায়েত বিশ্বে মানবসম্প্রদায়ের জন্য পারস্পরিক শুভেচ্ছা, সংহতি ও সহমর্মিতায় উদ্বুদ্ধ হতে স্রষ্টার কাছে আত্মনিবেদনের এক উজ্জল দৃষ্টান্ত হোক।

তিনি বলেন, মোমিন-মুসলমানদের এই ঐতিহাসিক জমায়েত উপলক্ষে আমি আল্লাহর দরবারে দোয়া করছি- বিশ্বের সকল মানুষ যেন সংঘাত ও হানাহানি থেকে মুক্ত হয়ে সুখী ও আনন্দময় জীবন-যাপন করতে পারেন। আজ সারাবিশ্বে অন্যান্য জাতি-গোষ্ঠী ধর্মসম্প্রদায় এবং বিশেষভাবে মুসলমানদের ওপর চলছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন। হত্যা ও পুড়িয়ে মারা হচ্ছে নারী-শিশুসহ মুসলিম সম্প্রদায়ের অগনিত মানুষকে।

খালেদা জিয়া তার বাণীতে আরো বলেন, সম্প্রতি রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, বাড়ি-ঘর থেকে উচ্ছেদ এক বিভৎসরূপ লাভ করেছে। মুসলিম রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা ও তারা যেন নিজ দেশে ফিরে গিয়ে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য আমি মহান রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়