শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৭ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐতিহ্যের ৫১ বছর পার করলো সঙ্গীত ভবন

ডেস্ক রিপোর্ট : দেশের সংগীতাঙ্গনে ৫১ বছর পার করলো গৌরবোজ্জ্বল ও ঐতিহ্যের অধিকারী সংগীত ভবন। ৫২ বছরে পদার্পণ উপলক্ষে সংগীত ভবন আয়োজন করেছে চার দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪ দিনব্যাপী সংগীত উৎসবের উদ্বোধন করেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

তিনি বলেন, সংগীতচর্চার মাধ্যমে সংগীতভবন ৫২ বছরে পা রাখলো। যেটি সংগীতাঙ্গনে অত্যন্ত গৌরবের। সংগীতকে ধারণ করে যারা সামনের দিকে এগিয়ে যান, তাদের সফলতা আসবেই।

উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরিন আক্তার। খবর বাংলানিউজ’র।

‘পঞ্চ গীতিকবির গান’ দিয়েই শুরু হয় সংগীত উৎসবের প্রথম দিন। ‘সংকোচের বিহ্বলতা’, মায়ের দেয়া’, ‘মোদের গরব মোদের আশা’, ‘একি অপরূপ রূপে মা তোমার’ এ চারটি সম্মেলক গানের মধ্য দিয়ে সংগীত ভবনের শিল্পীরা সাংস্কৃতিক পর্ব শুরু করেন। এরপর এঁকে এঁকে গেয়ে উঠেন শিল্পী মাহির গাইয়ান ‘মন্দিরে মম’, তড়িৎ চক্রবর্তী ‘আজি কমলমুকুল’, মুন্নি চক্রবর্তী ‘সে ডাকে আমারে’, অর্পিতা ও অন্দিদিতা গেয়ে উঠে ‘মোরা নাচি ফুলে ফুলে‘ সহ আরও বেশ কয়েকটি গান।

শুক্রবার পরিবেশিত হবে ‘আধুনিক গান’, ৩য় দিন পরিবেশিত হবে ‘লোকসঙ্গীত’ এবং ৪র্থ দিন পরিবেশিত হবে ‘শাস্ত্রীয় সঙ্গীত’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়