শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৫:৪৪ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বছরে বৈধপথে বাইরে গেছে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা

জাফর আহমদ : বৈধপথে বিদেশে যাওয়া অর্থের পরিমাণ বেড়েছে। বিদায়ী ২০১৭ সালেই বেড়েছে ১৫ হাজার ৫৩১ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ৮২ টাকা। ২০১৭ সালে বৈধপথে দেশের বাইরে গেছে ১ হাজার ৪২১ কোটি ৬৯ লাখ ২২ হাজার ২০১ ডলার বা ১ লাখ ১৭ হাজার ৭১৬ কোটি ১১ লাখ ৫৮ হাজার ২৪২ টাকা (প্রতি ডলার ৮২.৮ টাকা ধরে)। আগের বছর ২০১৬ সালে বিদেশে গেছে ১ হাজার ২৩৪ কোটি ১১ লাখ ২৯ হাজার ৭০০ ডলার বা ১ লাখ ২ হাজার ১৮৪ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার ১৬০ টাকা। তথ্য অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের।

২০১৭ সালে বিদেশে সবেচেয়ে বেশি গেছে বায়ার্স ক্রেডিট বা রফতানির নির্দেশের বিপরীতে বিদেশি ঋণ ও সুদ বাবদ অর্থ। এ খাতে অর্থ বাইরে গেছে ৩৪ হাজার ৭৭৬ কোটি টাকা। এরপর বিদেশি জাহাজ ভাড়া বাবদ বিদেশে ১৭ হাজার ৩৮৮ কোটি টাকা। দেশে বিদেশি কোম্পানির গ্যাস উত্তোলন, অনুসন্ধানসহ জ্বালানি খাতে বিভিন্ন বিদেশি বিনিয়োগের বিপরীতে সুদ ও অন্যান্য টাকা বাবদ বিদেশে গেছে ৪ হাজার ১৪৪ কোটি টাকা। দেশে আমদানি হওয়া বিভিন্ন পণ্য ও কাঁচামাল আমদানির ফ্রেইট ফরোয়ার্ডিং খরচ বাবদ বিদেশে গেছে ৭৭৮ কোটি টাকা ৩২ লাখ টাকা। সূত্র অনুযায়ী, এগ্রিকালচারাল টেকনিক্যাল সেবা বাবদ বিদেশে গেছে ১ হাজার ৬৪৭ কোটি ৭২ লাখ টাকা।

তথ্য অনুযায়ী বাংলাদেশিদের বিদেশে ভ্রমণ বাবদ দেশের বাইরে গেছে ৮৪৪ কোটি ৬৩ লাখ ১৯ হাজার ৭০০ টাকা। বিদেশে লেখাপড়া বাবদ দেশের বাইরে গেছে ১ হাজার ৩৩৯ কোটি ১১ লাখ ১২ হাজার ৮৪৪ কোটি টাকা। এবং দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশি দক্ষকর্মী কর্মরত আছে তাদের পারিশ্রমিক হিসাবে দেশের বাইরে চলে গেছে ৪৪২ কোটি টাকা। বাকী টাকা গেছে অন্যান্য খাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়