Skip to main content

ব্রিটিশ গণমাধ্যমে আলোচনায় বিলিয়ন পাউন্ডের বিচ্ছেদ

লিহান লিমা: ব্রিটিশ গণমাধ্যমে আবারো আলোচনায় আসল দেশটির ইতিহাসে সবচাইতে মোটা অঙ্কের বিচ্ছেদ।২০১৭ সালের অক্টোবরে ব্রিটিশ মডেল ও ফ্যাশন ডিজাইনার পেত্রা ইলেসস্টোন ও ধনকুবের ব্যবসায়ী জেমস স্টান্টের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। দীর্ঘ বির্তকের পর পেত্রার দাবিকৃত ৫.৫ বিলিয়ন পাউন্ডের দাবি সমর্থন করে জেমসকে টাকা পরিশোধের নির্দেশ দেয় আদালত। সাড়ে পাঁচ হাজার বিলিয়ন পাউন্ডের এই বিচ্ছেদ ব্রিটেনের ইতিহাসে সবচাইতে মোটা অঙ্কের বিচ্ছেদ বিল। কিন্তু তারপরও এর সুরাহা হয় নি। পেত্রা ও স্টান্ট লস অ্যাঞ্জেলসের ১৫৮ মিলিয়ন পাউন্ডের এবং লন্ডনের ১০০ মিলিয়ন পাউন্ডের বাড়ি নিয়ে এখন আইনি লড়াই করছেন। সম্পত্তির নিষ্পত্তি ও ভাগাভাগি করতে বৃহস্পতিবার হাইকোর্টে এসে আবারো আলোচনায় আসেন এই দম্পতি। ডেইলি মেইল।

অন্যান্য সংবাদ