শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০১৮, ১১:২৭ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০১৮, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলে সাকিবের সহযোগী হতে আগ্রহী সানজামুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কন্ডিশনে পেসারদের চেয়ে স্পিনাররা বরাবর ভালো করে। আর স্পিনারদের ভালো করার সুযোগই বেশি। আর সেই সুযোগ বা সুবিধা কাজে লাগাতেই হয়ত আসন্ন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের নির্বাচকরা বেছে নিয়েছেন সানজামুল ইসলামকে। আসন্ন এ সিরিজের প্রথম দুই ওয়ানডের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে যাচ্ছেন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন সানজামুল।

জাতীয় দলের পরিকল্পনা নিয়ে সানজামুল জানান, জাতীয় দলে স্পিন আক্রমণভাগে বিশে^ও এক নাম্বার অলরাউন্ডার সাকিবের সহযোগী হয়ে উঠতে চান তিনি। এছাড়াও রাজ্জাক, সানিকে নিয়ে বলেন- ‘রাজ্জাক ভাই যাওয়ার পর থেকে সানি ভাই ভালো করছিল। চাকিংয়ের অভিযোগে বাদ পড়েছেন। আমার এখন সুযোগ এসেছে। আমি যেন সেরা প্রচেষ্টা দিয়ে সাকিব ভাইয়ের পাশে স্পিনার হিসেবে বাংলাদেশ দলে থাকতে পারি।’

ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে চলমান অনুশীলনে নিজেকে শেষ মুহূর্তের ঝালাই করে নিচ্ছেন সানজামুল। এই সময়টায় তাকে সাহায্য করছেন স্পিন বোলিং কোচ সুনীল জোশী, যার প্রশংসা ঝরল সানজামুলের কণ্ঠে। তিনি বলেন, ‘আগে টেকনিক্যাল প্রবলেম ছিল। এটা নিয়ে কাজ করেছি। উনি প্রতিনিয়ত গাইড করেন। কখন কোন ব্যাটসম্যানকে কিভাবে বল করতে হবে। কোন পরিস্থিতিতে কিভাবে বল করতে হবে- এগুলো নিয়ে প্রতিনিয়ত তার সাথে কাজ করা হয়। প্রতিদিন অনুশীলনে কাজ করছি।’

চলমান অনুশীলনে গুরুত্ব পাচ্ছে টেল এন্ডার বা লোয়ার অর্ডারদের ব্যাটিং। দলের প্রয়োজনে তারা যেন ব্যাট হাতে পাশে দাঁড়াতে পারেন, সেজন্য প্রধানত বোলারদের ভূমিকায় থাকা ক্রিকেটারদের দেওয়া হচ্ছে ব্যাটিং দীক্ষা।

এ প্রসঙ্গে সানজামুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা দলের জন্য কিছু রান করে যেন অবদান রাখতে পারি তার চেষ্টা করছি। তাহলে আমরা লড়াই করতে পারব। আমাদের ব্যাটসম্যানদের জন্য এটা বাড়তি শক্তি হবে। ওরা আরও ফ্রিলি খেলতে পারবে। আমরা যদি ব্যাটিংয়ে ওদের সহায়তা করি তাহলে দলের জন্য অনেক সুবিধা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়