শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০১৮, ১০:৫৭ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০১৮, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি লঙ্ঘন করেছে: কানাডা

লিহান লিমা: বিশ্ব বাণিজ্য সংস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য নীতি ভঙ্গ করার অভিযোগ এনেছে কানাডা। নাফটা( উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তি) বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মতি ফেরানোর জন্য দুই দেশের মধ্যে যখন আলোচনা হচ্ছে তখনই এই খবর এলো।

২০ ডিসেম্বর দায়ের করা এই অভিযোগ বুধবার সদস্যদের জানানো হয়। এই অভিযোগপত্রে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র বাণিজ্যে সংরক্ষণ নীতি প্রয়োগ করছে। এছাড়া আমদানিকৃত পণ্য উৎপাদন খরচের চেয়ে বেশি মূল্যে বিক্রি হচ্ছে কি না বা পরিমিত পরিমাণ ভর্তুকি দেয়া হচ্ছে কি না সম্পর্কিত যুক্তরাষ্ট্র যে পরীক্ষা চালায় তা বিধিসম্মত নয়। উপরন্তু আমদানিকৃত পণ্যের ওপর অন্যায্য ভাবে শুল্ক আরোপ করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজের বক্তব্য উত্থাপনের কোন সুযোগ দেয়া হয় না।’

মার্কিন বাণিজ্য আইন বিশেষজ্ঞরা বলছেন, কানাডার এই অভিযোগ যুক্তরাষ্ট্রের শিল্পখাতে আঘাত হানবে। মার্কিন বাণিজ্য বিষয়ক প্রতিনিধি রবার্ট লাইথিজার কানাডার সমালোচনা করে বলেন, এই অভিযোগ ‘অ-পরিণত’ এবং ‘ভিত্তিহীন’। এছাড়া এটি দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রতি বিশ্বাসে আঘাত হানবে।

টরেন্টো এবং নিউ ইয়র্কের বাণিজ্য বিষয়ক আইনজীবি মার্ক ওয়ার্নার বলেন, ‘এটি খুবই আক্রমণাত্মক পদক্ষেপ। ডেইরি শিল্প, বিমান বিক্রি এবং নাফটা চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। কিন্তু এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের প্রতি আঙ্গুল তোলার সামিল।’

এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থা জানায়, এই বিষয়টি নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে ৬০ দিন ধরে আলোচনা করা হবে। যদি এই সময়ের মধ্যে কোন নিষ্পত্তি না হয় তাহলে একটি বিশেষ প্যানেলের মাধ্যমে এর সমাধান করা হবে। ওয়াল স্ট্রিট জার্নাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়