শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০১৮, ০১:০৫ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০১৮, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে চাষিদের দরকারি পরামর্শ দিয়ে এলেন কৃষির সংসদীয় স্থায়ী কমিটি

মতিনুজ্জামান মিটু : সিলেট অঞ্চলের চাষিদের চাষবাসের উন্নত ধারণা ও দরকারি পরামর্শ দিয়ে এসেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় ও দরকারি সুপারিশের মূল উদ্দেশ্যে গত ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এখানকার কৃষি উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের সময় তারা ওই ধারণা ও পরামর্শ দেন। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন, সদস্য আব্দুল মান্নান, মো. নজরুল ইসলাম বাবু, মো. মামুনুর রশীদ কিরন, এ কে এম রেজাউল করিম তানসেন ও এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুল আজিজ, সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মো. আব্দুল হান্নান, পরিকল্পনা, প্রকল্প প্রণয়ন ও আইসিটি উইং এর পরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উপকরণ) মো. সিরাজুল হায়দার, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আলতাবুর রহমান, শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. ওহিদ্জ্জুামান, খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ মো. নাজিম উদ্দিন ও আইএফএমসি প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায় প্রমুখ এ সফরে অংশ নেন।

সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হবিগঞ্জের মাধবপুরে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আমবাগান, সাথী ফসল প্রযুক্তি, সেক্স ফেরোমন ট্রেপ ও জৈব সার ব্যবহার পদ্ধতি, মৌলভীবাজারের কমলগঞ্জে তিলকপুর সবজি গ্রাম, কৃষক মো. মোনাব্বির হোসেনের ভার্মি কম্পোস্ট, মাধবপুরে মাঠ পর্যায়ে সম্প্রসারণযোগ্য শতাধিক কৃষি প্রযুক্তির প্রদশর্নী স্টল, হবিগঞ্জের বাহুবলের শস্য নিবিড়তা প্রকল্পের মাল্টা বাগান, চাষী পর্যায়ে কৃষক মো. মোনাব্বির হোসেনের ভার্মি কম্পোস্ট, মাধবপুরে মাঠ পর্যায়ে সম্প্রসারণযোগ্য শতাধিক কৃষি প্রযুক্তির প্রদশর্নী স্টল, হবিগঞ্জের বাহুবল উপজেলার শস্য নিবিড়তা প্রকল্পের মাল্টা বাগান পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা কৃষকদের সঙ্গে আলাপ এবং প্রযুক্তিগুলো অন্যান্য কৃষকদের মাঝে প্রচারে উৎসাহিত করেন।

সফরের শেষ দিন ৭ জানুয়ারি সংসদীয় কমিটি সদস্যরা সিলেট সার্কিট হাউজে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। এসময় তারা পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, ফসলের উৎপাদনশীলতা বাড়ানো, সাথী ফসলের চাষাবাদ বাড়ানো, কমিউনিটি ভিত্তিক কৃষি কার্যক্রম, পাহাড় ও টিলা ব্যবহারে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ, জলডুবি জাতের আনারস উৎপাদন সম্প্রসারণ, পাহাড় টিলার পাদদেশে কৈ, শিং, মাগুর, টাকি মাছ চাষাবাদ, ভাসমান সবজি চাষাবাদ বাড়ানোসহ কৃষির নানা বিষয়ে গুরুত্ব দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়