শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০১৮, ১১:৪৯ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০১৮, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধস নিয়ে বিশেষ সম্মেলন শুরু ১২ জানুয়ারি

ফাহিম ফয়সাল : বন্যা, ভূমিধস ও জলাবদ্ধতার কারণ শনাক্ত করা ও সমাধানের লক্ষ্য নিয়ে ১২ ও ১৩ জানুয়ারি বিশেষ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাপা ও বেন এ তথ্য জানিয়েছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দুদিনের এই সম্মেলনে সহযোগী আয়োজক হিসেবে ৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫টি শিক্ষা, গবেষণা ও পেশাজীবী সামাজিক সংগঠন থাকবে।

বেনের সভাপতি ড. নজরুল ইসলাম বলেন, এ সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধস সমস্যার মূল কারণগুলো শনাক্ত করা। একই সঙ্গে সমস্যাগুলো সমাধানে ব্যর্থতার ক্ষেত্রে সরকারের নীতি ও প্রকল্প নিয়ে আলোচনা করা। ব্যর্থতার ক্ষেত্রগুলোতে বিদেশি পরামর্শক ও ঋণের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে সম্মেলনে। এ ছাড়া সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে কার্যকর কর্মকৌশল নিয়েও আলোচনা হবে।

দুদিনব্যাপী সম্মেলনে চারটি সাধারণ সভা, বৈজ্ঞানিক সভা ও বিশেষজ্ঞ সভা হবে। বিশেষজ্ঞ সভায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা অংশ নেবেন। বৈজ্ঞানিক সভার ক্ষেত্রে তিনটি সেশনে একই সঙ্গে ১৫টি সভায় ৭০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

সম্মেলনে সাম্প্রতিক বন্যা ও হাওর অঞ্চলের বিশেষ বন্যা এবং ঢাকা ও চট্টগ্রামের সাম্প্রতিক জলাবদ্ধতা পরিস্থিতির অভিজ্ঞতা তুলে ধরা হবে। পাশাপাশি ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) বাঁধসহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পের ভেতর জলাবদ্ধতা ও সাম্প্রতিক পাহাড়ে ভূমিধসের তথ্যও তুলে ধরা হবে।

বিশেষ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ফিরোজ আহমেদ বলেন, আমরা যা নিয়ে আন্দোলন করি, তা বিজ্ঞানভিত্তিক। আমরা বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করি।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব স্থপতি ইকবাল হাবিব বলেন, সম্মেলনটি আমরা নিজেদের টাকা দিয়ে করছি। তাই এতে আমাদের আলাদা শক্তি কাজ করবে।

আরও বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, বাপার যুগ্ম সম্পাদক ও রিভার্স কিপারস বাংলাদেশের সভাপতি শরীফ জামিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়