শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০১৮, ১২:৫৬ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০১৮, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট্ট অয়নকে বাঁচাতে এগিয়ে আসুন

শিমুল মাহমুদ : সিলেট নগরীর আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্র রেহমান সুবহান অয়ন। গত ১৮ দিন যাবত প্রসাবের সঙ্গে রক্তক্ষরণ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেডিসিন বিভাগের ডাক্তার লায়লা ইয়াসমিন জানান, অয়নের দুটি কিডনির চারপাশে প্রতিনিয়ত নতুন করে পাথর জন্মাচ্ছে। এসব পাথর প্রসাবের রাস্তায় চলে আসায় চাপ দিয়ে প্রসাব করার কারণে রক্তক্ষরণ হচ্ছে।

ধুড়হ সন্তানের রোগের বর্ণনা দিয়ে মো. আলম বলেন, আড়াই বছর বয়সে প্রসাবের সঙ্গে রক্ত যাওয়া শুরু হয় অয়নের। দীর্ঘ এই চিকিৎসাকালীন সময়ে ছেলের কোনো চিকিৎসায় হয়নি। শুধু পরীক্ষা নিরীক্ষা করাতে করাতে আমি নিঃস্ব হয়ে গেছি। তাছাড়া প্রতিমাসে তাকে রক্ষ দিতে হচ্ছে। ডাক্তার বলেছে তাকে সুস্থ করতে চাইলে দুটি কিডনিই বদলাতে হবে। গত রোববার অয়নকে নিয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা বোর্ড মিটিং করেছে। এতে ৬টি পরীক্ষা নিরীক্ষা কথা বলা হয়েছে, তিনটি করতে প্রায় ১২ হাজার টাকা লাগবে। বাকি তিনটি বাংলাদেশে হয় না। সেগুলো হয় ভারতে। অথচ বাংলাদেশে হওয়া পরীক্ষাগুলো করার টাকাও নেই আমার কাছে।

আমি সরকার ও সমাজের হৃদয়বান ও বৃত্তশালীদের কাছে অনুরোধ করে বলতে চাই, আমি আর আমার ছেলে চিকিৎসা করাতে পারছি না। দয়া করে আমার ছেলেকে বাঁচান।

অয়নের সহপাঠিরা চাই সে তাদের মাঝে ফিরে আসুক। আবার সে ছবি একে তাক লাগিয়ে দেখ সবাইকে।

অয়নকে দেখতে সরাসরি যেতে পারেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ২০৮ নম্বর বেডের ৭ নম্বর বেডে। অথবা তাকে সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন তার বাবা মো. আলমের ০১৯১৫-৪৮৫৬৪৭ নম্বরে। সাহায্য পাঠাতে পারেন মো. আলম, অগ্রণী ব্যাংকের হিসাব নম্বর : ০৫১৪০৭, আম্বরখানা শাখা সিলেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়