শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৯ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোরের কাগজ সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানায় সম্পাদক পরিষদের উদ্বেগ 

আনিস রহমান: ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের নিরাপত্তার ওপর হুমকি পরিস্থিতি তৈরি হওয়া এবং একটি মানহানি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। গতকাল রোববার দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।

একই সঙ্গে তুচ্ছ অজুহাতে, বিশেষত জেলা পর্যায়ের সম্পাদক এবং প্রতিবেদকদের বিরুদ্ধে যখন-তখন গ্রেপ্তারি পরোয়ানা এবং সমন জারি হওয়ার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন সম্পাদকরা। তারা আরো বলেন, ইদানীং দেখা যাচ্ছে বিভিন্ন সংস্থার লোকেরা সম্পাদক এবং প্রতিবেদকদের তলব করে তাদের কাছে প্রকাশিত বিভিন্ন সংবাদের ব্যাপারে ব্যাখ্যা দাবি করছেন। এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর চূড়ান্ত হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে অবিলম্বে এসব ঘটনার ইতি টানার আহ্বান জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, ডেইলি নিউজ টুডের সম্পাদক রিয়াজুদ্দিন আহমেদ, দৈনিক সংবাদের খন্দকার মুনিরুজ্জামান, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, দৈনিক বণিকবার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেন, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন এবং দৈনিক কালের কণ্ঠের ইমদাদুল হক মিলন।

সূত্র: ভোরের কাগজ, সমকাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়