শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০১৮, ০৮:০৪ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০১৮, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই ভদকার বোতল পাওয়া গেছে

ডেস্ক রিপোর্ট : অবশেষে সন্ধান মিলেছে চুরি যাওয়া বিশ্বের সবচেয়ে দামি ভদকার বোতলের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ডেনমার্কের একটি নির্মাণার্ধীন ভবন থেকে সেটিকে উদ্ধার করে পুলিশ।

তবে বোতল মিললেও মেলেনি ভদকা! অবশ্য বোতলের জন্যই এর এতো দাম! নানা হিরা, সোনা এবং রুপা দিয়ে নিখুঁত অলঙ্করণে তৈরি বোতলটি।

প্রতিবেদনে বলা হয়, রুশো-বাল্টিক ভদকার ওই বোতলটি তৈরি করতে ৩ কেজি স্বর্ণ ও একই পরিমাণে রুপা ব্যবহার করা হয়েছিল। তার উপরে বিভিন্ন হিরা দিয়ে বোতলে নকশা করা হয়। সঙ্গে আছে মন্টি কার্লো ১৯১২ মডেলের গাড়ির চামড়ার বেল্ট।

পরিবর্তন ডটকম’র প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি কোপেনহেগেনের একটি পানশালা থেকে এক ব্যক্তি রুশো বাল্টিক ভদকাটি চুরি করে পালিয়ে যায়। পানশালায় স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজে তা ধরাও পড়ে। এরপরই ১.৩ মিলিয়ন ডলার বা প্রায় ১০ কোটি টাকা মূল্যের পানীয়ের খোঁজে নামে পুলিশ।

লাটভিয়ার নিরাপত্তা যান নির্মাতা ডার্টজ এই ভদকার বোতলটি বানিয়েছিল। বিশেষ ধরনের এই মদের বোতল মাত্র একটিই পৃথিবীতে আছে বলে জানিয়েছিল ক্যাফে থার্টি থ্রি নামের পানশালার কর্তৃপক্ষ।

জনপ্রিয় টিভি সিরিজ ‘হাউজ অফ কার্ড’র একটি পর্বে এই বোতলটি দেখানো হয়েছিল। পানশালার মালিক ব্রায়ান ইংবার্গ জানান, তার সংগ্রহে ১,২০০ মদের বোতল রয়েছে। কিন্তু, চোর দোকানে ঢুকে শুধু ওই বোতলটিই নিয়ে যায়।

তিনি জানিয়েছেন, উদ্ধার হওয়া বোতলটি অক্ষত রয়েছে। সেটিকে পরিষ্কার ও ভদকায় পূর্ণ করে আবার প্রদর্শনের জন্য সাজিয়ে রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়