শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০১৮, ১২:১৯ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০১৮, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৭-এ সাকিবের যত অর্জন

এম এ রাশেদ তালুকদার ও আক্তারুজ্জামান: আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রবেশ ১৯৮৬ সালে। টেস্ট ক্রিকেটের জগতে পা রেখেছে আরো ১৪ বছর পরে অর্থাৎ ২০০০ সালে। শৈশব, কৈশোর পেরিয়ে বাংলাদেশের ক্রিকেটে এখন চলছে দুরন্ত যৌবন। দীর্ঘ সময়ের এই পথচলার শুরুতে ছিল শুধুই পরাজয়ের গ্লানি। কিন্তু সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে দারূণ কিছু পারফরমেন্স দিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দল অনেক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। যার ফল হিসেবে সমগ্র ক্রিকেটবিশ্ব বাংলাদেশকে এখন অনেকটাই সমীহের চোঁখে দেখতে শুরু হয়েছে।
ভালো খেলার পুরস্কার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের র‌্যাংকিংয়েও টাইগারদের অবস্থান আগের চেয়ে অনেক ভালো। শুধু দলীয় নয়, ব্যক্তিগত অর্জনেও পিছিয়ে নেই টাইগাররা। এক্ষেত্রে সর্বপ্রথম বলতে হয় বাংলাদেশের টেস্ট ও টি- টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের কথা। সাকিবই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি তিন ফরম্যাটেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান লাভ করার গৌরব অর্জন করেছেন। বলতে গেলে ২০১৭ সালটা ছিল সাকিবময়। সাকিবের অর্জন নিয়েই আজকের এ গল্প।
আইসিসি র‌্যাংকিং দিয়েই প্রথমেই শুরু করা যাক.....
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে থেকেই বছর শেষ করেছেন সাকিব। অন্যদিকে ওয়ানডে র‌্যাংকিংয়েও সাকিবের অবস্থান খুব একটা খারাপ ছিল না। মোহাম্মদ হাফিজের কাছে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। এটা ছিল সাকিবের নজরকাড়া অথচ গৌরবদীপ্ত ব্যক্তিগত অর্জন।
এবার বলা যাক এ বছরের দলীয় ব্যক্তিগত অর্জনের কথা। গত বছরের শুরুতে ছিল নিউজিল্যান্ড সফর। যেখানে প্রথম টেস্টে তিনি খেলেছিলেন ২১৭ রানের এক মহাকাব্যিক ইনিংস। যেটি টেস্টে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত অর্জন। আর একই ইনিংসে মুশফিকের সাথে পঞ্চম উইকেট জুটিতে গড়েছেন ৩৫৯ রেকর্ড রানের পার্টনারশিপ। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের শততম টেস্টেও জয়ের নায়ক ছিলেন সাকিব। ওই টেস্টে প্রথম ইনিংসে সাকিব খেলেছিলেন ১১৬ রানের ঝলমলে এক ইনিংস। শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশ সীমিত ওভারের ক্রিকেটে ভালো করলেও টেস্টে বিশেষকরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মত বড় দলগুলোর বিরুদ্ধে বাংলাদেশের পারফরমেন্স খুবই হতাশাজনক ছিল বলে মনে করতেন ক্রিকেটবোদ্ধারা।
সেই সমালোচনার জবাব দেয়ার বড় একটা সুযোগ অনেকদিন ধরেই খুঁজছিল লাল-সবুজের দলটি। মিরপুর টেস্ট সেই সকল সমালোচনার জবাব দেওয়ার দারুণ একটা সুযোগ তৈরী করে দেয় মুশফিক-সাকিবদের। মূলত সাকিবের অলরাউন্ড পারফরমেন্সে ভর করে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ। যেখানে একটি বিশ^রেকর্ডও গড়েন সাকিব। যেটি ছিল একই ম্যাচে ১০ উইকেট ও হাফ সেঞ্চুরির রেকর্ড।
এরপরই চলে আসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্ডিফের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চমকে দেয়া ইনিংসের কথা। ২৬৬ রানের লক্ষ্যে ৩৩ রানে ৪ উইকেট হারানোর পরেও সাকিব আর মাহমুদুল্লাহর অসাধারণ ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। যেখানে সাকিব খেলেন ১১৪ রানের জলমলে ম্যাচজয়ী এক ইনিংস।
পুরো বছরজুড়ে নজরকাড়া পারফরমেন্সের উপহার হিসেবে বছরের শেষ দিকে এসে ক্রিকেট জগতের সব বড় বড় সংগঠন ও গণমাধ্যমের কাছ থেকে সাকিব পেয়েছেন অনেকগুলো স্বীকৃতি।
যার মধ্যে রয়েছে টাইমস অব ইন্ডিয়া, ইএসপিএন ক্রিকইনফো, দ্য গার্ডিয়ান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো জনপ্রিয় সব গণমাধ্যমের বর্ষসেরা একাদশে সুযোগ পাওয়া। আর সাকিবকে এ বছরের ‘রানঅ্যাওয়ে লিডার’ হিসেবে সম্মান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়