শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৪ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননের জলসীমায় শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশের ২ যুদ্ধ জাহাজ

জুয়াইরিয়া ফৌজিয়া : বাংলাদেশের যুদ্ধ জাহাজ বানৌজা আলী হায়দার এবং বানৌজা নির্মূল ভূমধ্যসাগরে লেবাননের জলসীমায় শান্তি রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে।

মেরিটাইম টাস্কফোর্সের আওতায় ৬টি দেশের ৭টি যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে লেবাননের জলসীমায় অবস্থান করছে এখন। আর বাকি দেশগুলো জার্মানি, গ্রিস, ব্রাজিল, তুরস্ক ও ইন্দোনেশিয়ার। ২০১৪ সাল থেকে বানৌজা আলী হায়দার ও নির্মূল লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করছে।

হঠাৎ আগুন লাগলে সেটা নেভানোর মহড়া,  জাহাজের উপস্থিতি টের পেলেই আক্রমণের প্রস্তুতি এসব নিয়েই দিনকাটে জাতিসংঘ শান্তি মিশনে নিয়োজিত বাংলাদেশের যুদ্ধজাহাজগুলোর নাবিকদের। কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থাও আছে এই জাহাজে।

লেবাননের বৈরুতের বন্দরে নোঙ্গর করা বাংলাদেশী যুদ্ধ জাহাজ নিমূর্লের মাইকে আগুন লাগার সতর্কবানী দিলে মুহূর্তে তৎপর হন নাবিকরা। নিয়ন্ত্রন কাজ শুরু করেন একদল। অল্প সময়েই সফলভাবে আগুন নিভিয়ে ফেলে তারা।

কমব্যাট ইনফরমেশন সেন্টার সিআইসি কক্ষ থেকেই যুদ্ধকালীন অভিযান পরিচালনা করা হয়। যুদ্ধকালীন দায়িত্ব অনুযায়ী একাধিক কর্মকর্তা ও সদস্য এই কক্ষে অবস্থান নেয়। সাংকেতিক ভাষায় চলছে তথ্য আদান প্রদান। যুদ্ধে শত্রু জাহাজ চিহ্নিত করে কিভাবে আক্রমণ চালিয়ে ধ্বংস করা হবে সেই মহড়াও চলে।

বনৌজা নির্মূল ত্রিমাত্রিক যুদ্ধজাহাজ। এতে রয়েছে বিমান বিধ্বংসী মিসাইল, জাহাজ বিধ্বংসী কামান, সাবমেরিন বিধ্বংসী এন্টি সাবমেরিন রকেট, সার্চ রাডার ও ট্র্যাকিং রাডার।

সূত্র: ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়