শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০১৮, ০৮:০১ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০১৮, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ইরানি শীর্ষ জেনারেল সোলায়মানিকে হত্যার সবুজ সংকেত

রাশিদ রিয়াজ : ইসরায়েলি মিডিয়া হারেৎজ কুয়েতি পত্রিকা আল জারিদা’র বরাত দিয়ে বললে ইরানের শীর্ষ জেনারেল সোলায়মানিকে হত্যায় ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এর আগে জেনারেল সোলায়মানিকে হত্যায় ইসরায়েলি প্রচেষ্টার ব্যাপারে ইরানকেও সতর্ক করেছিল বলে দাবি করছে কুয়েতি দৈনিকটি। সম্প্রতি ইরানকে মোকাবেলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি গোপন চুক্তি করার পর জেনারেল সোলামানিকে হত্যায় যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত মিলেছে বলে জানাচ্ছে কুয়েতি পত্রিকা।

ইরানের জেনারেল কাশেম সোলায়মানি কুদস ফোর্সের কমান্ডার এবং এ ফোর্সটি দেশটির রেভিউলিশনারি গার্ডের বৈদেশিক শাখা হিসেবে কাজ করছে। কিছুদিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মাইক পোম্পেও একটি চিঠি জেনারেল সোলায়মানিকে পাঠালে তিনি তা পড়তে অস্বীকার করেন।

কুয়েতের আল-জারিদা পত্রিকাটি সম্প্রতি ইসরায়েল থেকে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলো সম্পর্কিত ‘ব্রেকিং নিউজ’ দিয়ে আলোচিত হয়ে আছে। সর্বশেষ এ খবরটিতে বলা হয়েছে, জেনারেল সোলায়মানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশের জন্যে হুমকি হয়ে উঠেছেন। অথচ তিন বছর আগে সোলায়মানিকে হত্যায় ইসরায়েলি প্রচেষ্টার ব্যাপারে যুক্তরাষ্ট্র সতর্ক আরোপ করেছিল। সিরিয়ার দামাস্কাসে ইসরায়েল জেনারেল সোলায়মানিকে হত্যার মওকা পেয়েছিল বলেও দাবি করছে আল-জারিদা।
পত্রিকাটি আরো বলছে বিষয়টি নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা ও বুদ্ধিবৃত্তিক উপায়ে মতভেদের সৃষ্টি হয়। পত্রিকাটি জানায়, ইরানের সেকেন্ড কমান্ড জেনারেল মোহাম্মদ রেজা ফালাহ জাদেহ যিনি আবু বকর নামে পরিচিত তাকেও হত্যার টার্গেট নেয় ইসরায়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়