শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০১৮, ০২:১৫ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০১৮, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৯বছরের ইতিহাসে ২০১৭-তে বক্স অফিস কাঁপিয়েছে নারীরা

লিহান লিমা: ১৯৫৮ সালে প্রথমবারের মত হলিউডে নারী প্রধান চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। আর ২০১৭ সালে নারী সুপারহিরোইন সমৃদ্ধ ছবিগুলো প্রথমবারের মত বক্স অফিসের রেকর্ড ভাঙ্গে।

হলিউড তারকা ডেইজি রিডলির ‘স্টার ওয়ার্স-দ্য লাস্ট জেডি’, ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসনের ‘বিউটি এন্ড দ্য বিস্ট’ এবং ইসরায়েলি সুন্দরী গ্যাল গ্যাডটের ‘ওয়ান্ডার উইম্যান’, তিনটি ছবিই বছরজুড়ে দাপট দেখিয়েছিল। আইএমডিবি র‌্যাংকিং এও শীর্ষস্থানে অবস্থান করছে এই ছবিগুলো।

‘দ্য লাস্ট জেডি’ ৫৩৩ মিলিয়ন ডলার আয় করে। ১৯৯১ সালের ডিজনী কার্টুন অবলম্বনে নির্মিত ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ আয় করে ৫০৪ মিলিয়ন ডলার। অন্যদিকে নারী পরিচালক প্যাটি জেকিন্স এর নারী সুপারহিরোইন সমৃদ্ধ ছবি ‘ওয়ান্ডার উইম্যান’ আয় করে ৪১২ মিলিয়ন ডলার। এছাড়া দ্য শেপ অব ওয়াটার, দ্য পোস্ট, থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি এন্ড আই, টোনা’র মত নারী কেন্দ্রীক ছবিগুলোও ২০১৭ সালে আলোড়ন তুলেছিল। গার্ডিয়ানের খবরে বলা হয়, ‘নারী কেন্দ্রীক এই ছবিগুলো যে শুধুমাত্র বিপুল পরিমাণ অর্থ আয় করেছিল তা নয়, এগুলো অস্কারও জয় করতে পারে।

এছাড়া ক্যামেরার বাহিরেও হলিউডের নারীরা ২০১৭ সালে নিজেদের অবস্থান জোরদার করেছেন। হার্ভে ওয়েইনস্টেইনের মত হলিউডের ক্ষমতাধর পুরুষরা এক পর এক যৌন হয়রানি ও অনৈতিকতার অভিযোগে বিদ্ধ হন। টাইমসের বর্ষসেরা খেতাব জিতে নেয় মি টু ক্যাম্পেইন। যা নারী, পুরুষ, সাদা, কালো সবকিছু ছাড়িয়ে যৌন হয়রানির বিরুদ্ধে একক প্রতিধ্বনির রুপ নিয়েছিল।

নতুন বছরের শুরুতেই যৌন হয়রানি প্রতিরোধে ১৫ মিলিয়ন ডলারের ক্যাম্পেইন প্যাকেজ ঘোষণা করেছেন হলিউডের নারী অভিনেত্রী, প্রযোজক ও স্ক্রিপ্টরাইটরা। এদের মধ্যে আছেন এমা ওয়াটসন, নাথালি পোর্টম্যান , এমা স্টোন, সাওন্দা রেমিস, কেরি ওয়াশিংটন, ইভা লঙ্গেরিয়া, রাশিদা জোনস ও আমেরিকা ফেরেরা’র মতো তারকারা। দ্য গার্ডিয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়