শিরোনাম

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৪ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিতে সুন্দর সমাধান আসতে পারে

ডেস্ক রিপোর্ট : ২০১৮ সালে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বহু সমস্যা আসবে। তবে রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের চেষ্টায় এসব সমস্যার সুন্দর সমাধান আসবে। নতুন বছর নিয়ে এমন সম্ভাবনার কথাই জানিয়েছেন বাংলাদেশের জ্যোতিষ গবেষণা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম এস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক জ্যোতিষ ড. মাধব আচার্য্য। গতকাল আলাপকালে তিনি বলেন, নতুন বছরে রাজনৈতিক ক্ষেত্রে বহু ধরনের সমস্যা আসবে, বুদ্ধি ও কৌশল দিয়ে বর্তমান সরকার সমাধান করবে। বছরের প্রথম থেকে জাতীয় নির্বাচন নিয়ে দেশের বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উদ্যোগ নেবে; পরিশেষে সুন্দর সমাধান আসতে পারে। এর সঙ্গে রাজনৈতিক দলের প্রধানদের অনেক উন্নত বুদ্ধির পরিচয় পাওয়া যাবে, যা দেশের কল্যাণে ভূমিকা রাখবে।

কূটনৈতিক ক্ষেত্রে দেশের সফলতা আসবে- এমন সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ দেশে-বিদেশে উন্নতির সোপানে পৌঁছে যাবে এবং সাহায্য সহযোগিতা পাবে। দেশের সার্বিক উন্নতির জন্য সরকার আরো গতিশীল হবে। দেশ জ্ঞান-বিজ্ঞানে যথেষ্ট এগিয়ে যাবে। দেশের বিনিয়োগকারীরা সন্তুষ্ট হয়ে বড় বড় শিল্প-কারখানা প্রতিষ্ঠা করতে পারে এবং বহু লোকের কর্মসংস্থান হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্ক আরো জোরদার ও গঠনমূলক করতে এবং বিভিন্ন দেশের সম্পর্ক জোরদার করতে কূটনৈতিক তৎপরতা প্রশংসনীয় ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ যেমন- বন্যা, ভূমিকম্প, অতিবৃষ্টির কারণে প্রচুর শস্যহানি, যানবাহনের দুর্ঘটনা, যেকোনো ধরনের হত্যা, বাইরের শত্রু ও দেশীয় শত্রুর কারণে ক্ষতিগ্রস্ত হবে। দেশবরেণ্য সাংবাদিক, লেখক, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ীর জীবন অবসান হতে পারে। তথাপি রাজন্য ব্যক্তিদের নিরাপত্তার হুমকি বেড়ে যাবে। বিভিন্ন খাদ্যদ্রব্যে বিষাক্ত ফরমালিনের ব্যবহার বেড়ে যাবে। দেশে চুরি, ডাকাতি, চোরাচালান, সন্ত্রাসী, লুটতরাজ, ছিনতাইকারী ইত্যাদি বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। মাদকদ্রব্যের ব্যবহার ও ব্যবসা বৃদ্ধি পেতে পারে। বৈশ্বিক রাজনীতি নিয়েও কথা বলেন এই জ্যোতিষ। তিনি বলেন, ২০১৮ সালে ভারতের রাজনৈতিক ব্যাপারে মতপার্থক্য লেগেই থাকবে। তবে ক্ষমতাসীন সরকার সবসময় জটিল সমস্যায় থাকবে। তার গণনা মতে, প্রাকৃতিক দুর্যোগ, যানবাহন দুর্ঘটনায় বহু জানমালের ক্ষতির আশংকা দেখা যায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা হ্রাস পাবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সু-সম্পর্ক বজায় থাকবে। রাহুল গান্ধীর ভূমিকা ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। অন্যদিকে পাকিস্তানের অবস্থা আগের চেয়ে ভালো যাবে। পাকিস্তান সরকার প্রধানের ২০১৮ সাল মোটামুটি শুভ বলা যায়। গণতন্ত্র চর্চার ক্ষেত্রে অগ্রগতি হবে। বর্তমান সরকার দেশ-বিদেশে শান্তি স্থাপন করতে আরো সচেষ্ট হবেন। দেশে আর্থসামাজিক উন্নতির ক্ষেত্রে সরকার যথেষ্ট চেষ্টা করবেন। পূর্বের মতো রাজনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত থাকবে। চীনে ২০১৮ সাল ভালো-মন্দের মধ্য দিয়ে যাবে বলে জানান ড. মাধব আচার্য্য। তিনি জানান, চীনের রাজনৈতিক ক্ষেত্রে তাদের আগের অবস্থান বজায় থাকবে। উন্নতির ক্ষেত্রে নতুন ভাবে এগিয়ে যাবে। দেশ-বিদেশের সঙ্গে সু-সম্পর্ক বজায় থাকবে এবং পররাষ্ট্রনীতির সুনাম বৃদ্ধি পাবে। গত বছরের ন্যায় প্রাকৃতিক দুর্যোগ থাকবে। জ্ঞান-বিজ্ঞানে যথেষ্ট এগিয়ে যাবে।

অন্যদিকে রাশিয়ার অবস্থা ২০১৮ সালে ভালো যাবে না। বার বার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সমস্যায় পড়বে। যেকোনো কারণে যুদ্ধংদেহী মনোভাব আরো বেড়ে যাবে। সে কারণে বিশ্ব রাজনৈতিক ক্ষেত্রে অশুভ প্রভাব পড়তে পারে এবং রাশিয়ার সঙ্গে বিশ্বের প্রায় রাষ্ট্রের মতপার্থক্য বেড়ে যাবে। জ্ঞান-বিজ্ঞানে উন্নতির যোগ আছে। সরকার প্রধানের অশুভ বছর হবে এটি। জ্যোতিষ ড. মাধব আচার্র্য্য বলেন, আমেরিকার ২০১৮ সাল মোটেই ভালো নয়। সেজন্য বছরের শুরু থেকে কোনো না কোনো সমস্যায় জড়িয়ে পড়বে। বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করতে পারে।

হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে জানমালের প্রচুর ক্ষতি হতে পারে। ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা হ্রাস পাবে এবং কোনো গুরুত্বপূর্ণ নেতার অকাল মৃত্যুর ঝুঁকি দেখা যায়। ট্রাম্প সরকারের কোনো রকম ষড়যন্ত্র ও যুদ্ধে জড়িয়ে না পড়ার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে বিশ্বে অনেক সমস্যার সমাধান হবে। প্রাকৃতিক দুর্যোগ আরো বেশি হতে পারে। এক কথায় ২০১৮ সালে আমেরিকার জন্য তেমন শুভ নয়।

ড. মাধব আচার্র্য্যের গণনা অনুযায়ী, সামগ্রিকভাবে ২০১৮ সাল জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাবে, মানুষের সৎ চিন্তাধারা আসবে। নতুন নতুন গবেষণা মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। কিন্তু আমেরিকা ও রাশিয়ার অবস্থার অবনতি হবে। বিশ্বে ভারত ও চীন অনেক বুদ্ধির পরিচয় দেবে। অন্য দেশগুলোর প্রভাব তেমন থাকবে না। ২০১৮ সালে যুদ্ধের সম্ভাবনা সহ দুর্ঘটনা, রোগ, বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু, জানমালের ক্ষতির সম্ভাবনা আছে। মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়