শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০১৮, ০৬:০৮ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০১৮, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিডনিতে নববর্ষ উদযাপন করতে গিয়ে সি-প্লেন দুর্ঘটনায় নিহত ৬

ডেস্ক রিপোর্টঃ নববর্ষ উদযাপন করতে গিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি সি-প্লেন দুর্ঘটনায় ৬ ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দুর্ঘটনায় পড়ে নৌবিমানটি সিডনি নদীতে বিধ্বস্ত হয়। সি-প্লেনটিতে করে ইংরেজি নববর্ষ উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে বিমানে বসে সৌন্দর্য্য উপভোগের জন্য বের হয়েছিলেন ৫ আরোহী।

স্থানীয় পুলিশ রয়টার্সকে জানায়, দুর্ঘটনার কারণ সম্পর্কে তারা এখনও কিছু জানতে পারেনি। নিহতদের কারও পরিচয় এখনও সনাক্ত করা হয়নি।

অস্ট্রেলিয়ার স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। অপরজন বিমানের পাইলট।

বিমানটি ছিলো সিডনি সি-প্লেন কোম্পানির যা সিডনির অন্যতম প্রধান পর্যটন সংস্থা । অতীতে এদের বিমানে উঠে অনেক বিখ্যাত তারকা সিডনির সৌন্দর্য্য উপভোগ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য পপ তারকা এড শেরান, স্যাম স্মিথ, টেক মোঘল বিল গেটস, কৌতুক অভিনেতা জেরি সেইনফিল্ড ও অভিনেতা কিউবা গুডিং জুনিয়র।

পুলিশ জানায়, সি-প্লেনটি সিডনির উত্তরে অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে পাঁচ আরোহীকে নিয়ে ফিরছিল। গন্তব্য ছিল শহরটির পূর্ব দিকে অবস্থিত রোজ বে। দুর্ঘটনার পর তা দ্রুত পানিতে তলিয়ে যায়।

৩১ ডিসেম্বর বছরের সবচেয়ে বেশি ভিড় হয় সিডনি হারবারের নববর্ষ উৎসবকে ঘিরে। এদের অনেকেই সি-প্লেন ও নৌকায় বসে দূর থেকে উৎসব দেখতে পছন্দ করেন। সূত্র : বাংলা ট্রিবিউন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়