শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০১৮, ০৫:৪৫ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০১৮, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতা বিরোধীচক্র যেন ইতিহাস বিকৃতির সুযোগ না পায় : দীপু মনি

ইমতিয়াজ মেহেদী হাসান : স্বাধীনতা বিরোধীচক্র যেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সুযোগ কোন দিন না পায়, সেজন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটির অব্যাহত রাখার জন্য আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

শনিবার ৪৭তম বিজয় দিবস উপলক্ষে আইডিইবি আয়োজিত “বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ-সোহরাওয়ার্দী উদ্যান থেকে ইউনেস্কো : অর্জন ও বিজয় দিবসের ভাবনা” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি এ আহ্বান জানান।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এ কে এম এনামুল হক শামীম। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান।

ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। কিন্তু মানুষের ভালবাসায় সেটি মুছা সম্ভব হয়নি। ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি সেটি প্রমাণিত হয়েছে। আজ এটাই প্রমাণিত যে ইতিহাস মুছে ফেলা যায় না, ইতিহাস তার স্বমহিমায় আসল স্থান দখল করে নেয়। বঙ্গবন্ধুর ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি বাঙালি জাতির ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছে উল্লেখ করে তিনি বলেন, এ অসাধারণ অর্জন আগামী প্রজন্মের নিকট তুলে ধরতে হবে।

বিশেষ অতিথি আহমদ হোসেন বলেন, পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি-জামায়াত জোট মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশের সঠিক ইতিহাস পাল্টানোর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যে সুফল পাচ্ছে, তাতে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব হবে না। বিষয়টি অনুধাবন করে তারা অবৈধ পন্থায় ক্ষমতায় আসতে নানান ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

অপর বিশেষ অতিথি এ কে এম এনামুল হক শামীম বলেন, বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করলেও তারা পাকিস্তানের তোষামোদকারী দল। এদের হাতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা কখনো নিরাপদ হতে পারে না। এই অপশক্তিকে কোনভাবে এদেশে রাজনীতি করতে দেয়া হবে না। আর যেন কখনো ওই পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানি হানাদার বাহিনীর পদলেহনকারী, চাটুকারের দল বিএনপি বাংলাদেশের ইতিহাস বিকৃতির সুযোগ না পায়, তার জন্য দেশের মানুষকে জাগ্রত হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়