শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০১৮, ০৫:৩৬ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০১৮, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড এইটিন!

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে : নিউ ইয়ার্স ইভ শুরু হতেই নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে প্রিয় অগ্রজ আশেক খন্দকার শামীম ফেসবুক বার্তায় স্টান্ডার্ড পাবলিসিটির অভিনব একটি প্লেয়াবল ডিজিটাল ঘড়ি পাঠালেন। তাতে লেখা রয়েছে: ‘টাচ্ দ্য ক্লক’, অর্থাৎ ঘড়িটি স্পর্শ করো। দেখা গেল, স্পর্শের আগে তাতে বারো ঘণ্টায় বারোটি ইংরেজি বিশেষ্য ও ক্রিয়াপদপূর্ণ শব্দ। যেমন, ঠিক বারোটায় ২০১৭ সাল, ১টায় স্ট্রেস (দুর্দিন), ২টায় এনজাইটি (দুশ্চিন্তা), ৩টায় ডিসঅ্যাপয়েন্টমেন্ট (হতাশা), ৪টায় ডিসিজেস (অসুখ), ৫টায় করাপশন (দুর্নীতি), ৬টায় হেইট (ঘৃণা), ৭টায় সেটব্যাকস (বাধাবিপত্তি), ৮টায় ফেইলর্স (ব্যর্থতা), ৯টায় রিগ্রেটস (অনুশোচনা), ১০টায় কেওস (বিভ্রান্তি) এবং ১১টায় ডার্কনেস (অন্ধকার)।

এবার ঘড়িটি স্পর্শ করতেই মিনিট ও ঘণ্টার কাঁটা যথারীতি ১২টা থেকে ঘোরা শুরু করল এবং ১টা থেকে ১১টা পর্যন্ত একেক ঘণ্টার সব বিশেষ্য ও ক্রিয়াপদপূর্ণ শব্দগুলো মুছে যেতে লাগল। আর মধ্যরাত অর্থাৎ ১২টা পেরুতেই আতশবাজির আলোকচ্ছটায় ২০১৭ হলো ২০১৮ এবং পরবর্তী ঘণ্টাগুলো বিশেষণপূর্ণ যথাক্রমে ১টা ব্রাইট (উজ্জ্বল), ২টা হেলথি (নিরাময়), ৩টা সাকসেসফুল (সফল), ৪টা প্রোসপারাস (শুভান্বিত), ৫টা পিসফুল (শান্তিকামী), ৬টা এক্সাইটিং (আবেগকম্পিত), ৭টা লাভিং (ভালবাসাসিক্ত), ৮টা কাম (শাš)Í, ৯টা পজিটিভ (সুনিশ্চিত), ১০টা বিউটিফুল (সুন্দর), ১১টা হোপফুল (আশান্বিত) শব্দে পরিপূর্ণ হলো এবং থামল গিয়ে ১২টায়। এতে তাৎক্ষণিক ঘড়িটি নিরুদ্দেশ হয়ে শুভেচ্ছবাণীতে জাগরিত হলোÑ ‘ইউ হ্যাভ টুয়েলভ নিউ চ্যাপ্টার্স, থ্রি হান্ড্রেড সিক্সটিফাইভ চান্সেস ওয়েটিং ফর ইউ; এ ব্লেসড অ্যান্ড জয়ফুল নিউ ইয়ার’। অর্থাৎ তোমার রয়েছে ১২টি নতুন অধ্যায় এবং ৩৬৫টি সুযোগ, একটি পবিত্র ও আনন্দের বছর।

ভাবছি, নতুন বছরের পদার্পণে পৃথিবীর সব মানুষের বিশেষ্য ও ক্রিয়াপদপূর্ণ দুর্দিন, দুশ্চিন্তা, হতাশা, অসুখ, দুর্নীতি, ঘৃণা, বাধাবিপত্তি, ব্যর্থতা, অনুশোচনা, বিভ্রান্তি ও অন্ধকার যদি বাস্তবতায় শুধুই বিশেষণপূর্ণ উজ্জ্বল, নিরাময়, সফল, শুভান্বিত, শান্তিকামী, আবেগকম্পিত, ভালবাসাসিক্ত, শান্ত, সুনিশ্চিত, সুন্দর ও আশান্বিত হতো, তবে পৃথিবীটা সত্যিই সকলের জন্য পবিত্র ও আনন্দের হতো! তবে কি ২০১৮ তেমনটাই হবে? কেননা বারো মাসে যথার্থই বারো অধ্যায়ে আমাদের রয়েছে তিনশ পঁয়ষট্টিটি সুযোগ গ্রহণের সম্ভাবনা। এখন প্রত্যাশার বাতায়নে সেটাই ভরসা! হ্যাপি নিউ ইয়ার

টু থাউজেন্ড এইটিন টু অল অফ ইউ!

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়