শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৪ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিটনেসবিহীন গাড়ী চালানোর দায়ে ৬ চালককে জরিমানা

মুহাম্মদ মিজানুর রহমান মিলন, গাজীপুর : গাজীপুরে রুট পারমিশন, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ী চালানোর অপরাধে যাত্রীবাহী লেগুনার ৬ জন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা ও জরিমানা আদায় করেন।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জেলার হোতাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত এসময় সংশ্লিষ্ট দপ্তর থেকে কোন ধরনের রুট পারমিশন না নিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ী চালানোর অপরাধে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫২ ও ১৩৮ ধারায় যাত্রীবাহী লেগুনার ৬ জন চালককে মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা ও আদায় করেন।

দণ্ড  প্রাপ্তদের মধ্যে নূর ইসলাম, মোসলেম ও রাজন প্রত্যেককে ৫শ’ টাকা করে এবং রিপন, মফিজুর রহমান ও জীবন হোসেন প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গাজীপুর জেলা শাখার পরিদর্শক মোঃ আফজাল হোসেন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়